===

ওয়েবসাইটে বাংলা দেখার সমস্যা

ওয়েবসাইটে বাংলা দেখার সমস্যা
যদিও বর্তমানে বাংলা ওয়েবসাইটগুলোর মধ্যে ইউনিকোডভিত্তিক সাইটের সংখ্যাই বেশি, তবুও পুরানো নিয়ম ব্যবহার করে এমন সা ইটের সংখ্যাও কম নয় বিশেষ করে বেশ কিছু জনপ্রিয় দৈনিক পত্রিকা এখনও তাদের সাইটে বৈশাখী এবং বংশী আল্পনা ফন্টগুলো ব্যবহার করছে ইউনিকোড ভিত্তিক সাইটগুলোর একটা বড় সুবিধা, যে ফন্টই ব্যবহার করা হোক না কেন, কম্পিউটারে সেটা না থেকে বৃন্দা বা ইউনিকোড ভিত্তিক অন্য কোন বাংলা ফন্ট থাকলেই চলবে
 কিন্তু যদি ইউনিকোড না ব্যবহার করে সাধারণ কোন ফন্ট ব্যবহার করা হয়, তাহলে নির্দিষ্ট ফন্টটি কম্পিউটারে না থাকলে সাইটটি ঠিকভাবে প্রদর্শিত হবে না কারণে যারা ধরনের ফন্ট ব্যবহার করেন, তারা সাধারণত ওয়েব সাইটের সাথে ফন্টটা .eot ফাইল হিসেবে সংযুক্ত করে দেন এরফলে সাইটটা লোড হওয়ার সময় ফন্টটাও লোড হয়ে যায় এবং পেজগুলো ঠিকভাবে প্রদর্শিত হয়
কিন্তু মাঝেমাঝে এই ধরনের .eot ফাইলযুক্ত সাইটগুলোতেও ঠিকভাবে বাংলা প্রদর্শিত হয় না আপনি যদি সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হন এবং কারণটা জানা না থাকলে আশ্চর্য হয়ে ভাবেন ফন্ট সংযুক্ত থাকা সত্ত্বেও ঠিকভাবে প্রদর্শিত না হওয়ার কারণটা কি! কারণ আর কিছুই নয়আপনার কম্পিউটারের ইন্টারনেট সেটিংস
আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের Tools > Internet Options > Security > Custom Level যান, তাহলে Downloads নামে একটা আইটেমের নিচে Font Download নামে একটা সাব-আইটেম দেখতে পাবেন এটা যদি ডিজ্যাবল করা থাকে, তাহলেই ওয়েবসাইট লোড হওয়ার সময় ফন্ট লোড হয় না কাজেই এরকম ক্ষেত্রে এই অপশনটাকে এন্যাবল করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url