আজকে আমি ব্লগস্পট সাইটকে কীভাবে ভিজিটরের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন তার উপর বিস্তারিত আলোচনা করছি। আমার এই টিউনটি হয়তো অনেকেরই কাজে লাগবে।আমার মত যারা গরীব মানুষ এবং যাদের ডোমেইন কেনার সামর্থ্য বা ইচ্ছা নেই তারা অথবা যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান এই টিউনটি মূলত তাদের জন্যই।প্রথমে ব্লগার.কম এই সাইটে গিয়ে একটি ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট খুলে নিন।(ব্লগার.কম সাইট এ একাউন্ট খুলতে কারও সমস্যা হওয়ার কথা নয়।তবু কোন সমস্যা হলে মন্তব্য করুন উত্তর দেওয়ার চেষ্টা করব।)
সাইট তৈরি করার পর আপনার সাইটটিকে সাজানো বা আকর্ষণীয় করে তো প্রয়োজন।যাতে ভিজিটর আপনার সাইটকে পছন্দ করে।
ব্লগস্পট সাইটকে সাজানোর টিপস্ :
১.পপুলার পোস্ট(POPULAR POST): প্রথমে আপনার সাইটে পপুলার পোস্ট গ্যাজেট যুক্ত করুন।আপনার সাইটে যে পোস্টগুলো বেশী দেখা হবে সেগুলোই পপুলার পোস্ট হিসেবে দেখাবে।এর জন্য যা করতে হবে :
আপনার সাইটে সাইন ইন করুন ডিজাইন /Design এ ক্লিক করুন।
তাহলে উপরের ছবির মত আসবে।এবার একটি গ্যাজেট যুক্ত করুন/Add a Gadget এ ক্লিক করুন।নতুন একটি উইন্ডো আসবে এবং
একেবারে বামে বুনিয়াদি/Basic সিলেক্ট থাকা অবস্থায় আপনি জনপ্রিয় পোস্ট/Popular Post নামক গ্যাজেট দেখতে পাবেন।এর ডানপাশে
যুক্ত করুন/+বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার কাজ শেষ।এবার টেমপ্লেট সংরক্ষন/Save Templet এ ক্লিক করে সেভ করুন।
২.ক্যাটাগরিস(CATAGORIES): ক্যাটাগরিস যুক্ত করে আপনি কোন বিষয়ে/বিভাগে কতটি পোস্ট করেছেন তা দেখাতে পারবেন। এর জন্য যা করত হবে :
পপুলার পোস্ট যেভাবে যুক্ত করেছেন ঠিক একই ভাবে ক্যাটাগরিস যুক্ত করতে পারবেন।পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে লেবেল/Lebels নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
৩.অনুসন্ধান বক্স(SEARCH BOX): আপনার সাইটে অনুসন্ধান বক্স(SEARCH BOX)ভিজিটরকে যেকোনো তথ্য দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।যেভাবে অনুসন্ধান বক্স(SEARCH BOX)যুক্ত করবেন:
পূর্বের মত Add a Gadget এ ক্লিক করে অনুসন্ধান বক্স/SEARCH BOX নামক গ্যাজেট যুক্ত করে Save করুন।
Josh................hoise...........
amarta visit koren http://odeskluck.blogspot.com