===

যেভাবে উইন্ডোজের স্টার্টআপ থেকে ফাইল মুছবেন

আমার ধারনা সব ব্যবহারকারীই কম বেশী উইন্ডোজের স্টার্টআপ ফাইল নিয়ে সমস্যাই পড়েন আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি উইন্ডোজের স্টার্টআপ থেকে অনাকাংক্ষিত ফাইল মুছবেন
১. স্টার্টআপ ফোলডারঃ কিছু কমন প্রোগ্রামের স্টার্টআপ ফাইল এখানে থাকেমুছে ফেলার জন্য যাবেন “Start Menu –> Programs –> Startup“এই লোকেশনে গিয়ে যে প্রোগ্রামটা অপ্রোয়জনীয় মনে করেন সেটা মুছে ফেলুন
২. উইন্ডোজ রেজিষ্ট্রিঃ বেশীরভাগ প্রোগ্রামই রেজিষ্ট্রিতে এন্ট্রি দিয়ে থাকে রেজিষ্ট্রি এন্ট্রি মুছে ফেলার জন্য যেতে হবে “Start Menu–Run“ এবার রান এ লিখুন “regedit“–এন্টার দিন রেজিষ্ট্রি এডিটরওপেন হবেএবার রেজিষ্ট্রি এডিটরে “HKEY_LOCAL_MACHINE —> Software —> Microsoft —> Windows -> CurrentVersion —> Run“ এই লোকেশনে যান দেখবেন অনেক প্রোগ্রামের লিস্ট আছে আপনি যে প্রোগ্রামটা বাদ দিতে চান সেটা মুছে ফেলুনব্যাস হয়ে গেল পরেরবার থেকে প্রোগ্রামটা আর স্টার্টআপে রান হবে না
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url