গুগল সার্চ টিপস
গুগলে সার্চ করে নির্দিষ্ট ফাইলটি বের করা বেশ কঠিন। অনেকেই তার প্রিয় একটি নির্দিষ্ট গান খুঁজতে গিয়ে বুঝতে পেরেছেন বিষয়টি। ধরুন আপনি ক্যালিফোর্নিকেশন গানটি খুঁজছেন। নির্দিষ্ট সাইটের নাম জানা থাকলে আলাদা কথা। কিন্তু সব সাইটে সব 
গান পাওয়াও যায় না। তো কি করবেন? নিচের পদ্ধতিটি ট্রাই করে দেখুন না-
-inurl:htm -inurl:html intitle:”index of” mp3 “californication”
কপি করে গুগুলে পেষ্ট করুন। পেয়ে যাবেন “californication” গানটি। বুঝতেই পারছেন অন্যান্ন গানগুলো খুঁজতে কি করতে হবে? হ্যা ঠিক ধরেছেন… “californication” এডিট করে দিয়ে দিন আপনার গানের নাম.. হয়ে গেল।
এমনি ভাবে mp3 পরিবর্তন করে wma লিখে ট্রাই করতে পারেন।
একই পদ্ধতি প্রয়োগ করে দেখুন কি সুন্দর ভাবে CuteFTP প্রোগ্রামটি বের করলাম….
-inurl:htm -inurl:html intitle:”index of” exe “cuteftp”
এভাবে দেখুন কতভাবে ব্যাবহার করা যায়-
To fine software:
-inurl:htm -inurl:html intitle:”index of” exe “cuteftp”
To find a eBook:
-inurl:htm -inurl:html intitle:”index of” +(“/ebooks”|”/book”) +(chm|pdf|zip) +”o’reilly”