===

পেন ড্রাইভ থেকে ইন্সটল করুন Windows XP অথবা Windows 7

আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ওহহো, আমিতো সবাই কে ঈদ মোবারক জানাতে ভুলেই গেছি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অনেক ঈদ মোবারক। অনেক দিন থেকে এই ব্যাপারটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাস্ততার কারণে আর করা হয়নি।
undefinedযাদের CD ROM নষ্ট কিংবা যারা নোটবুক ব্যাবহার করেন তারা উইন্ডোজ ইন্সটল করতে সমস্যায় পড়েন । অনেক সময় এক্সট্রারনাল CD ROM ব্যাবহার করে এই কাজটি করতে হয়, কিন্তু এক্সটারনাল CD ROM তেমন বেশি সহজলভ্য না ,তাই অনেকের জন্য পেনড্রাইভ শেষ ভরসা। তাহলে, আসুন জেনেনি কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্কসটল করবেন।
যা যা লাগবেঃ
১.উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ এক্সপির CD/DVD.
২. কমপক্ষে ৪ জিবি পেনড্রাইভ।
এবার নিচের ধাপগুলো হুবহু অনুসরণ করুনঃ
১.প্রথমে আপনার পেনড্রাইভটি ফরম্যাট করে নিন।
২. তারপর, নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন।
http://wintoflash.com/download/en/
৩. এখন, Zip ফোল্ডারটি ওপেন করুন। তারপর, WinToFlash.exe নামক ফাইলটি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রান করুন এবং Advanced mode টি সিলেক্ট করুন।
undefined








(বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন)
৪. এখন,Task অপশন থেকে যদি windows XP ইন্সটল করতে চান তাহলে, Transfer Windows XP/2003 setup to USB drive, আর যদি Windows 7 কিংবা windows vista ইন্সটল করতে চান, Transfer Windows vista/2008/7/8 setup to USB drive সিলেক্ট করে Run এ ক্লিক করুন ।
৫. এখন, Windows source path আর ঘরে, আপনার CD/DVD ড্রাইভটি এবং
USB drive আর ঘরে, আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন।
undefined







(বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন)

৬. Run এ ক্লিক করুন ।
৭..I Accepted the terms of the license agreement, সিলেক্ট করে Continue ক্লিক করুন।
৮. একটা warning উইন্ডো খুলবে, ok করে, ট্রান্সফার শেষে finished আসলে ok করুন।
ব্যাস , আপনার কাজ শেষ, এখন এটা দিয়ে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ ভিস্তা সহ আরও অপারেটিং সিস্টেম।
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown February 7, 2016 at 1:11 PM

    মাত্র ৮০০০ টাকায় অামরা অাপনাকে দিচ্ছি অাকর্ষনিয় নিউজ পোর্টাল/অনলাইন পত্রিকা। যোগাযোগঃ ০১৯১৪১০৯০৪৩। ইমেলঃbanglarkonthosor667@gmail.com অামাদের ডিজাইন করা সবশেষ কাজ- www.banglarkonthosor.com

Add Comment
comment url