===

Iron Man | আয়রন ম্যান | Mishu Sabbir | Sallha Khanam Nadia | New Natok 2022

Iron Man | আয়রন ম্যান | Mishu Sabbir | Sallha Khanam Nadia | New Natok 2022

অনেক সময় ব্যয় করে অল্প সময় এ আমাদের নতুন প্রজন্ম কে এত সুন্দর একটি উপস্থাপনা উপহার হিসেবে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই এসব আগুন জ্বলা প্রতিবেদন শুধু মাত্র ইলিয়াস হোসাইন এর পক্ষেই সম্ভব সাব্বাশ। 

আসলে বাংলা নাটক গুলো অসাধারণ।আর আমার কাছে নাটক গুলো দেখতে খুব ভালোই লাগে। আর আপনারা সবাই বাংলা নাটকের পাশে থাকবেন। বাংলা নাটকে একটা অন্যরকম ভাব আছে।তাই তো আমি বিদেশে থেকেও সুযোগ পেলেই এই বাংলাদেশি নাটক দেখতে হয়।

কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ থামাতে নাহ পারলে,যদি অন্য দেশে কে যুদ্ধ করার সুযোগ করে দেয় তাহলে সেই সকল নিকৃষ্ট দেশের সাথে ওই দাতা দেশ কে ও দায়ভার নিতে হবে.....সামরিক সাহায্য নাহ করে মানবিক সাহায্যের জন্য আওবান করা হোক সকল কেই আর সেই সাথে আলোচনা করে সমস্যা সমাধান করার তাগিদ দেয়া হোক কোনো দেশই যুদ্ধ চাই নাহ শুধু ইসরাইল আর আমেরিকা ছাড়া......।

আমি ভূমিকম্প দেখেছি কিন্তু এই নারীর কন্ঠে 'আল্লাহু আকবার' ধ্বনিতে যে কম্পন সৃষ্টি হয়েছে তা আগে দেখিনি। নাটকের মধ্যমে একটা মেসেজ দিয়েছে। টিকটক বর্তমানে ক্যান্সারের মত ভয়ানক রোগের চেয়ে ভয়ানক রুপ নিচ্ছে। 

ভাই তোমার এই ছোট্ট ভাইটার পাশে একটু দারাও। তোমার একটু সাপোর্ট এ তোমার ছোট্ট ভাইটার মুখে হয়তো সারাজীবন হাসি আর আনন্দে জীবন কাটবে।   

ইলিয়াস ভাই এসব কর্মকান্ড নিয়ে আপনার একটি বই লেখা উচিত যাতে পরবর্তী প্রজন্ম যাদের বুঝতে সুবিধা হয়।  আর আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। দয়া করে একটি বই তৈরি করবেন।

অনেক কষ্ট লাগলো জিয়াউর এর কাহিনীটা। ছোট সময় বুঝতাম এইসব, বিমান বন্দরের নাম পালটানো ইত্যাদি। কিনতি এখন বুঝতে পাড়লাম। কখনই রাজনীতি পছন্দ করিনি। আর এখন মনে হচ্ছে ঠিকিই করছি। কারণ, বাংলাদেশের রাজনীতি গোরা থেকেই খারাপ।

ইলিয়াস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পাক রাব্বুল আলামিন যেনো আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক কারণ আপনি শেখ মজিবুর রহমানের সত্য ইতিহাস তুলে ধরেছেন। 2030 সালের জন্য কমেন্টটা রেখে গেলাম। তখন সবাই বলবে আগেও অনেক গুনি নির্মাতা ছিল।

যারা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃত ছাত্র তারাই বেশ ভালো করে জানে যে বাংলার ইতিহাস কার কি রকম ভূমিকা কতটুকু । ভাই আপনি সত্যিই প্রকৃতি বিষয় তুলে ধরেছেন। অসাধারণ নাটক টি হয়েছে ধন্যবাদ পরিচালক কে এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। অসাধারণ একটি নাটক নাটক টি ২য় পব চাই এটা আমাদের প্রবাসী দাবি। 

আমাদের দাবি একটাই ২য় পাঠ চাই, অসাধারন একটা নাটক ছিলো। জামাল ভাই কষট পায়েন না আমরা পবাসি আপনার পাসে,আপনি দেশে যান,সুনদর আভিনয় করছেন ভাই। যারা মন দিয়ে কাজ করে তাদের কাজ টা ভালো হই মিশু সাব্বির ভাই মন দিয়ে কাজ করে।তাই আজ আমরা প্রশংসা করি। 

নাদিয়ার যদি এক মাসের তিরিশটা নাটক হত দেখে মোন বরতো অসাধারন তার অভিনয় তবে নাদিয়া +নিলয় এদের যোটি ভালো লাগে। নাকটের নাম দেখে ভাবছিলাম অন্য আয়রন ম্যান,,নাটক দেখে দেখলাম এটা জামা কাপড় করা আয়রন ম্যান। ঈগল টিমের নতুন নাটক করার মানুষ গুলো নাটক ভালো হয় না আগের তাই ভালো । 

আমাদের এটাই সমস্যা যে আমরা কোন বিষয়ে শিউর না হয়ে আরেকটা কাজ করে ফেলি। পরিচালক ভাই দ্বিতীয় পর্ব না দিলে অনশন করবো মনে রাইখেন। 

আমার বড় ভাই বিয়ের দেড় বছর পর একটা চয় মাসের ছেলে সন্তান রেখে মারা গেছে কিছু দিন পর ওই ভাবি আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে কিন্তু আমার ফেমিলি রাজী না আমাকে বিয়ে করতে দেয়নি আমি কিন্তু রাজী ছিলাম আমার ভাবি আমার জন্য দুই তিন বছর অপেক্ষা করার পর অন্য জাগাতে ওর বাবা মা বিয়ে দিয়ে দেয় অবশেষে আমিও বিদেশে চলে আসলাম প্রবাসে এসে অনেক বিপাকে পড়ছি অনেক সমস্যায় পড়তে হচ্ছে জানিনা কার অভিশাপে এখন পর্যন্ত বিয়েও করতে পারছি না আল্লাহ জানেন কপালে কি আছে।

আমার জানা মতে এটা একটা বাস্তব ঘটনা। কিন্তু তার সামী বাড়ীতে আসার পর কি হয় আমার জানা নাই। ওই মহিলার কাছ থেকে আর জানা হয় নাই। তার আগেই সে ঢাকা থেকে চলে গেছে।পরের কাহীনিটা জানতে চাই।

আমাদের একটাই দাবি এই নাটকের দ্বিতীয় পর্ব দিতে হবে । সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করছি। পরিচালক এর দৃষ্টি আকর্ষন করে বলছি ভাই আপনি ছোট ভাই এর ডার্লিং এর সাথে বড় ভাই এর বিয়ে দিয়ে দেন। এবং পরিবারটিকে রাজশাহী বরেন্দ্র জাদুঘরে রাখার ব্যবস্থা করে দেন।

২০৫০ সালের জন্য কমেন্ট করলাম তখন যারা দেখবে তারা বুজবে কত সুন্দর নাটক ছিল ২০২২সালের। মেয়েদের এই একটা লেকচার বাবা আমার জন্য চেলে দেকছে বিয়ের জন্য উঠেপরে লেগেছে। বুঝলাম না একবার বলতাছে বাবা আরেকবার বলতাছে ভাইয়া,এইটা কিরে ভাই। আমি পড়া লেখা জানি ভাইয়া এই জাইগা টা দেখেন। পরিচালক ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ এই নাটকের টু পাট দেখতে চাই। 

     

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url