===

সূরা মূলক এর অত্যন্ত হৃদয়গ্রাহী তিলাওয়াত┇ surah Mulk Recited by Hothaifa Kaeed ┇ MercifulServant BD

সূরা মূলক এর অত্যন্ত হৃদয়গ্রাহী তিলাওয়াত┇ surah Mulk Recited by Hothaifa Kaeed ┇ MercifulServant 

 ► সূরা মুলক / মূল্ক 

► তিলাওয়াত: হোজাইফা কাঈদ 

► surah Mulk 

► Recited by: Hothaifa Kaeed 

সূরা মূলক এর অত্যন্ত হৃদয়গ্রাহী তিলাওয়াত┇ surah Mulk Recited by Hothaifa Kaeed ┇ MercifulServant BD

সূরা মূলকের ফজিলতঃ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুরআন মাজিদে ৩০ (ত্রিশ) আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেয়ার আগ পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে। আর সুরাটি হলো تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ অর্থাৎ সুরা মুলক।’ (মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ) অন্য বর্ননায় এসেছে যেঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে।’ (তিরমিজি, মুসতাদরাকে হাকেম) উল্লেখ্য যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুরা মুলক না পড়ে ঘুমাতে যেতেন না মর্মে বর্ণনার উপর ভিত্তি করেই আলেম-ওলামা ও বুজুর্গানে দ্বীনগণ ইশার নামাজের পর সুরা মুলকের তেলাওয়াতের আমল করার কথা বলেন। সুতরাং রাতে ঘুমানোর আগে কিংবা ইশার নামাজের পরে বুঝে বুঝে সুরা মুলক পড়া যেতে পারে। শুনলেও এই ফজিলত আদায় হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুরা মুলকের আমল নিয়মিত করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন। 

মাশাল্লাহ ভাইযান আপনার তিলাওয়াত খুব বেশি সুন্দর। প্রচুর ধন সম্পদেও, যেই সুখ নেই সে সুখ নামাজ ও আল্লাহর ইবাদতের মাঝে আছে। তোমাদের কেউ যদি জানত যে, 'জাযাকাল্লাহু খাইরান' বলার ভেতর কী প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলত।

ফ্রিজে পানি রাখলে যেমন ঠান্ডা হয় তেমনি করে কোরআন তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয় সুবহানআল্লাহ 🌹 পবিত্র কুরআন প্রেমিকদের আমাদের চ্যানেলে কুরআন তেলাওয়াত শোনার জন্য আমন্ত্রণ রইলো।  

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url