===

রেজিষ্ট্রেশন ছাড়াই ফ্রী এস এম এস পাঠান যত খুশি তত।

আসসালামু আলাইকুম ,
সবাই কেমন আছেন? আমি আবার আরেকটা পোস্ট নিয়ে আসছি। এটা আমার তৃতীয়
পোস্ট।
ফ্রী এসএমএস এর অনেক সাইট আছে যেগুলো ভুয়া । কিন্তু আমি আজ আপনাদের যে সাইট টা দিব টা দিয়ে সত্যি সত্যি
এসএমএস যাবে। কোন মিস হবে না। রেজিষ্ট্রেশন করা লাগবে না। একবার পাঠানোর পরে পুনরায় পাঠাতে চাইলে আবারও নিচের লিংকে ক্লিক করতে হবে।
Select country এর ঘরে bangladesh সিলেক্ট করে দিতে হবে। তারপরের ঘরে নাম্বারের +880 এর পরের তিন ডিজিট 1XX এবং শেষ ঘরে বাকী 7 ডিজিট দিতে হবে। > sender name এর ঘরে যে কোন একটি নাম দিলেই হবে। > text message এর ঘরে আপনি যা  লিখতে চান সেটা লিখে নিচের চিত্র কোড লিখে send এ ক্লিক করতে হবে। ব্যাস কাজ শেষ।
প্রমান চাই?
তাহলে নিচের লিংকে একটা ক্লিক করে দেখেন।
http://www.sendmassage.com/spage/send-free-sms-worldwide.html
ফল পেলে আমাকে জানাবেন। সমস্যা হলে এই নাম্বারে কল করুনঃ  +8801813680441
আশা করি আপনাদের সবার ভাল লাগবে। ভাল লাগলে আমাকে জানাবেন। না লাগলেও জানাবেন।
আর আমার জন্য দোয়া করবেন। যেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভাল কিছু আনতে পারি।
আল্লাহ্‌ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url