গুগল এডসেন্স ছাড়া আয় করুন সহজেই
গুগল এডসেন্স ছাড়া আয় করুন সহজেই:
গুগল এডসেন্স ছাড়াও আরও কিছু পদ্ধতিতে ব্লগ থেকে আয়
করা যায়।এই পদ্ধতিতে লিঙ্ক শেয়ার করে আয় করা যায়।এই
সম্বন্ধে বিস্তারিত বলছি:
প্রথমে এই সাইটে যান।
এবার রেজিস্ট্রশন করার জন্য Join Now Button এ Click করুন।
আপনার মেইল চেক করুন। একটি একটিভিশন মেইলপাবেন। সেটির একটিভিশন লিংক এ Click করে একটিভ করতে হবে।ওই মেইলে একটি
code পাবেন যা দিয়ে একটিভিশন লিঙ্কে ক্লিক করার পর submit করতে হবে।
এবার আপনার Account এ log in করুন।
Account এ Log in করার পর নিচের মত একটি Box দেখা যাবে।
যেকোনো File এর Download Link টি এই Box এ রেখে Shrink এ Click করলে Link টি Short হয়ে যাবে।
প্রতিটি লিঙ্ক এভাবে Short করতে পারবেন।
এবার আপনার Blog এ প্রাপ্ত এই Download Link এর Short link টি দিয়ে নিন।
এখন কেউ File Download করার সময় এই Short link এ Click করে SKIP AD চাপলেই আপনার আয়।
এইভাবে কেউ যতবার আপনার Short link এ Click করে SKIP AD এ ক্লিক করবে আপনার আয় তত বাড়বে।
আয়ের পরিমান:
10000 টি Click পড়লে আপনি পাবেন 4$
5$ হলে Alertpay এর মাধ্যমে পেমেন্ট পাবেন।