===

আপনার ব্লগস্পটকে একটু সাজিয়ে নিন-২(লাইভ ক্রিকেট স্কোর যোগ করে)

ripon 95x95 আপনার ব্লগস্পটকে একটু সাজিয়ে নিন ২(লাইভ ক্রিকেট স্কোর যোগ কর || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন আপনি চাইলেই আপনার ব্লগে লাইভ ক্রিকেট স্কোর যোগ করতে পারবেন।ভিজিটরের কাছে আপনার ব্লগকে আকর্ষনীয় করে তুলতে আপনি এটি যোগ করতে পারেন।এবার কাজের কথায় আসি।
1.প্রথমে এইখানে ক্লিক করে আমাদের প্রোজেক্টটি দেখে নিই।
2.এবার এইখানে ক্লিক করে সাইন আপ করুন।
3.এখন এই খানে GENERATE HTML CODE হতে HTML CODE নিন।
4.আপনার সাইটে সাইন ইন করুন ।
5.এবার ডিজাইন এ যান।
6.একটি গ্যাজেট যুক্ত করুন এ গিয়ে HTML/JAVASCRIPT নামক গ্যাজেট যুক্ত করুন।
7.এবার HTML CODE টি এইখানে PASTE করুন।ব্যাস কেল্লাফতে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url