===

অনলাইনে লাইভ টিভি দেখুন

ঘরে বসে ক্যাবল লাইন ছাড়ায় যদি অনলাইনে টিভি দেখা যায় তাহলে কেমন হয়! ইন্টারটেনের মাধ্যমে এনটিভি, এটিএন বাংলা, বাংলাভিষন এবং চ্যানেল আই এর চলতি অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর সাথে থাকছে এনটিভির পূর্বের সংবাদ (ইউটিউবের মাধ্যমে)। লাইভ টিভি দেখার জন্য www.bangla.it সাইটে যান এবং বামে পাশের পছন্দের টিভি চ্যানেলের উপরে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে চ্যানেলটির অনুষ্ঠান দেখা যাবে। এছাড়াও এই সাইটে বিভিন্ন চ্যানেলে প্রচারিত বা চলতি ধারাবাহিক নাটক, গান দেখতে/শুনতে পাবেন। সাথে থাকছে বিভিন্ন সংবাদ এবং গুরুত্বপূর্ণ সাইটের লিংক। এই সাইটে প্রচারিত টিভি চ্যানেলগুলো মূলত সমপ্রচারির হয় www.amaderadda.com সাইটের মাধ্যমে। আমাদের আড্ডা ওয়েবসাইটেও উপরোক্ত চ্যানেলের পাশাপাশি নিজস্ব চ্যানেল আড্ডা টিভিসহ দেশটিভিও দেখতে পারবেন। এজন্য অবশ্য লগইন করতে হবে (বিনামূল্যে রেজিস্ট্রেশন করে)। এছাড়াও দেশটিভির নিজস্ব ওয়েবসাইট www.desh.tv থেকেও দেশটিভি দেখা যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url