===

উদ্ধার করুন ডিলিট করা ফাইল

উদ্ধার করুন ডিলিট করা ফাইল
অনেক সময়ই আমরা ভুলবশত কোন দরকারী ফাইল ডিলিট করে ফেলিসাধারণ অবস্থায় রিসাইকেল বিন থেকে কোন ফাইল ডিলিট করে দিলে সেটা আর ফেরত পাওয়া না গেলেও এমন কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে রিসাইকেল বিন থেকে ডিলিট করা ফাইলও পুনরুদ্ধার করা যায়এটা সম্ভব হয় এই কারণে যে, কোন ফাইল রিসাইকেল বিন থেকে ডিলিট করে ফেললেও ঐ ফাইলটা হার্ডডিস্কের যে সেক্টরে ছিল, সেই সেক্টরে যতক্ষণ পর্যন্ত নতুন কোন ডাটা ইনপুট করা হয়, ততক্ষণ পর্যন্ত ঐ ডিলিট করা ফাইলটির ডাটাগুলো অক্ষত অবস্থাতেই থাকেএই সময়টা কয়েকদিন থেকে শুরু করে কয়েক বছরও হতে পারেফলে কোন ফাইল ডিলিট করে ফেলার অনেক দিন পরেও সেটা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা থেকেই যায়
ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করার জন্য ইন্টারনেটে প্রচুর সফটওয়্যার পাওয়া গেলেও এদের অধিকাংশই ট্রায়াল অথবা ডেমো হয়ে থাকেআপনি ইচ্ছে করলেই ইন্টারনেট থেকে সেগুলোর জন্য ক্র্যাক খুঁজে নিতে পারেনকিন্তু আপনাকে কষ্ট করে ক্র্যাকও সার্চ করতে হবে না, অথবা গাঁটের পয়সা খরচ করে ফুল ভার্সনও ক্রয় করতে হবে না, যদি একই রকম কাজ করে এমন কোন ফাইল পুনরুদ্ধারকারী ফ্রিওয়্যার আপনি পেয়ে যানএরকমই একটা ফ্রিওয়্যার হচ্ছে পিসি ইন্সপেক্টর ফাইল রিকভারি
PC Inspector File Recovery ফ্রিওয়্যারটার ইন্টারফেস সেই অর্থে চমত্কার না হলেও এর কার্যক্ষমতা খুব একটা খারাপ নাবিশেষ করে ফ্ল্যাশ মেমরী থেকে ডিলিট করে দেওয়া ডাটা পুনরুদ্ধারের কাজে এটি বেশ চমত্কার কাজ করেএর Find Lost Data অপশনটি ব্যবহার করে কুইক ফরম্যাট করে দেওয়া ড্রাইভ থেকেও ডাটা রিস্টোর করা যায়
সফটওয়্যারটির 4.0 ভার্সনটি বর্তমানে ইন্টারনেটে পাওয়া যাচ্ছেএর সাইজ 5.83 মেগাবাইটআপি এটা ডাউনলোড করতে পারেন এর নিজস্ব ওয়েবসাইট http://www.pcinspector.de/ থেকে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url