Windows XP এর Boot Screen পরিবর্তন করা যায়
Windows XP এর Boot Screen পরিবর্তন করা যায়
Windows XP তে ডিফল্ট বুট স্ক্রীনটা দেখতে দেখতে আর ভাল লাগছে না? ঠিক আছে তাহলে আপনার পছন্দমত ছবি দিয়ে তৈরী করুন এক্সপির বুট স্ক্রীন। যা করতে হবে:
১. 640 X 480 পিক্সেলের একটা ছবি তৈরী করুন।
২. ফাইলটিকে 16 Color Bitmap মোডে boot নামে C:\Windows ফোল্ডারে সেভ করুন।
৩. C:\ ড্রাইভে boot.ini ফাইলটিকে নোটপ্যাড দিয়ে ওপেন করুন। নিচে একটি উদাহারন দেওয়া হল:
[boot loader]
timeout=30
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS
[operating systems]
multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /noexecute=optin /fastdetect
৪. /fastdetect লেখাটার পরে স্পেস দিয়ে /bootlogo /noguiboot লিখে boot.ini ফাইলটি সেভ করুন।
৫. পিসি রিস্টার্ট করে দেখুন।
৫. পিসি রিস্টার্ট করে দেখুন।
টিপস:
* 640 X 480 16 Color Bitmap ফাইল তৈরী করার জন্য MSPaint ব্যবহার করতে পারেন। Start -> Run এ mspaint লিখে এন্টার দিলেই এটি রান হয়ে যাবে।
* 640 X 480 16 Color Bitmap ফাইল তৈরী করার জন্য MSPaint ব্যবহার করতে পারেন। Start -> Run এ mspaint লিখে এন্টার দিলেই এটি রান হয়ে যাবে।
* পছন্দমত ছবি ব্যবহার করতে পারবেন বলেছি তাই বলে ভাববেন না ডেস্কটপে সুন্দর সুন্দর ওয়ালপেপার যেভাবে সেট করেন সেরকম কিছু করতে পারবেন। কেন সেটা ইমেজকে 640 X 480 16 Color Bitmap তে সেভ করার পর বুঝবেন 
 
* C:\ ড্রাইভে boot.ini ফাইলটা খুঁজে না পেলে যা করতে হবে:
My Computer ওপেন করুন। Tools –> Folder Options –> View তে Show hidden files and folders সিলেক্ট করুন এবং Hide protected operating system files (Recommended) থেকে টিক মার্ক তুলে দিন। এবার Apply দিয়ে OK করুন।
*boot.ini ফাইলটি Read Only অবস্থায় থাকে ফলে কোন কিছু মডিফাই করে সেভ করা যাবে না। এজন্য ফাইলটির প্রপার্টিজে গিয়ে Read Only থেকে টিক মার্ক তুলে দিন।
*boot.ini ফাইলটি Read Only অবস্থায় থাকে ফলে কোন কিছু মডিফাই করে সেভ করা যাবে না। এজন্য ফাইলটির প্রপার্টিজে গিয়ে Read Only থেকে টিক মার্ক তুলে দিন।