উইন্ডোজের জন্য ও ফ্রী সফটওয়্যার পাওয়া যায়

আমরা সাধারনত মনে করি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা খুবই ব্যয়বহুল। কারণ উইন্ডোজে ব্যবহার উপযোগী সফটওয়্যার গুলোর বেশীর ভাগ ই চড়া দামে কিনতে হয়। এজন্য বেশীর ভাগ ব্যবহারকারী পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন আর বাকিরা লিনাক্স ব্যবহার করেন । যারা পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে আগ্রহী নন আবার উইন্ডোজ ছেড়ে লিনাক্সে ও যেতে চাননা তাদের জন্য একটি সুখবর হল ইন্টারনেটে কিছু সাইট আছে যেখানে উইন্ডোজের জন্য ও ফ্রী সফটওয়্যার পাওয়া যায়।
যেমন:- The Open CD ওয়েব সাইটটিতে পাওয়া যায় প্রফেশনাল মানের অনেক ফ্রী সফটওয়্যার। সফটওয়্যারগুলোর মান বাজারে যেসব বানিজ্যিক সফটওয়্যার পাওয়া যায় তার চাইতে কোন অংশে কম নয়। এখানে ওয়ার্ড প্রসেসিং, প্রেসেনটেশন, ইমেইল, ব্রাউজিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মালিটমিডিয়া প্লেয়ার সহ বিভিন্ন প্রকারের সফটওয়্যার পাওয়া যায়। চুরি করে অন্যের সফটওয়্যার ব্যবহার করার দরকার নেই বৈধ সফটওয়্যার ব্যবহার করুন।