===

ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম সেটা দেয়নি | Islam has given women the same amount of respect and dignity that no other religion has given them

 


তিনি খাদিজা(রাঃ) : যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। একজন সফল মহিলা ব্যবসায়ী। ইসলামের প্রচারে সাহায্যকারী। একজন মহিলা, যিনি প্রফেট (সাঃ)কে প্রথম বিশ্বাস করেন, যখন সারা আরব তাঁকে অবিশ্বাস করেছিল। শুধু বিশ্বাসই নয়, মহম্মদ (সাঃ)কে তিনি স্বামী হিসেবে গ্রহণ করেন এবং আমৃত্য অর্থাৎ দীর্ঘ ২৫ বছর দাম্পত্যজীবন অতিবাহিত করেন।
তিনি মরিয়ম(রাঃ): এক কুমারী নারী, যিনি প্রফেট ইশা (আঃ)কে জন্ম দেন। তিনি দিন এবং রাত্রি মসজিদ পরিস্কার করতেন। নিজেকে ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেন। এবং তাঁর নামে কোরান শরীফে একটি সূরা অবতীর্ণ হয় - সূরা মরিয়ম।
তিনি আয়েশা (রাঃ) - প্রফেট (সাঃ)-এর সবথেকে প্রিয় স্ত্রী। একজন সম্পূর্ণ ইবাদতকারী, একজন শিক্ষানুরাগী, প্রথম ইসলামিক স্কলার। হাদিস সংক্রান্ত বিজ্ঞানের শিক্ষিকা এবং অল্প বয়সেই কুরআন ও হাদিস অসাধারণ ভাবে মেমোরাইজ করেছিলেন। তিনি যে ইসলামের ইতিহাসে সাহাবায়ে একরাম, তাবেইন, ইমাম এবং আলেমদের কাছে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আলেম, এবিষয়ে কোথাও দ্বন্দ্ব কিংবা দ্বিমত নেই। আয়েশা(রাঃ)-এঁর বিয়ে সম্পর্কিত বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত লেখার জন্য মনস্থির করেছি।
তিনি আসিয়া(রাঃ) : একজন অটুট ঈমানদার মহিলা। প্রফেট মুসা(আঃ)-এঁর পালিকা মা। একজন ধনী, শক্তিশালী এবং অত্যাচারী স্বামী (ফেরাউন)-র স্ত্রী হয়েও সম্পূর্ণ ন্যায় জ্ঞানের অধিকারী। জাগতিক চাহিদাকে দুমড়েমুচড়ে আল্লাহ্‌-র ইবাদত এবং পরকালকে বেছে নিয়েছলেন।
তিনি সুমাইয়া(রাঃ) : প্রফেট (সাঃ)-এঁর পরিবারের বাইরের সর্বপ্রথম মহিলা, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে তিনিই প্রথম মহিলা শহিদ।
তিনি উম্মু সুলাইম(রাঃ) : প্রফেট (সাঃ) জীবিত থাকাকালীন অন্যতম মহিলা সেনা, যিনি প্রেগন্যান্ট থাকা অবস্থাতেও যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন।
তিনি ফতেমা(রাঃ) : প্রফেট (সাঃ)-এঁর কন্যা। একজন অনুগত স্ত্রী এবং যত্নশীল মা। একজন নার্স এবং ডাক্তার, যিনি যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের অকাতরে সেবা করেছিলেন।
হ্যাঁ, মহিলারা সম্মানীয় এবং তাঁরা অত্যন্ত মূল্যবান। কেন? কারণ আল্লাহ্‌ কোরান শরিফের একটি সূরা আলাদাভাবে মেয়েদের নামে রেখেছেন। আন-নিশাহ। (দ্য চ্যাপ্টার অফ ওম্যান)।
কুরআনে একটি সম্পূর্ণ সূরা রয়েছে "নারী" নামে "সূরা নিসা"। পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ কিন্তু সকল নবী এবং বীর মুজাহিদদের "মা" নারী , এমনকি বাবা ছাড়া যে নবী জন্মেছেন সেও মা ছাড়া জন্মাননি। প্রথম পুরুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে অার প্রথম নারী সৃষ্টি হয়েছে পবিত্র নবীর দেহ পাজর থেকে।
নারীকুলকে এক অসীম মর্যাদা দান করেছেন আমাদের শান্তির ধর্ম ইসলাম কিন্তু আজ তার অপব্যবহার হচ্ছে সর্বত্রে। তাঁদের আজ সম্মান মর্যাদা পদধুলিত হচ্ছে সমাজ এবং বর্তমান সামাজিকতার কারণে। যারা ছিল পুরুষের পদতলে। ইসলাম তাদের মর্যাদা দিয়েছেন মায়ের পায়ের তলে জান্নাত। মানবজীবনে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। সমাজপতি, সমাজবাদ আজ তাদেরকে পদতলে নিয়ে যাচ্ছে যেমনটি তারা ছিলেন পূর্বে।
এমনকি নারীরাও তাদের কথিত স্বাধীনতাকামীদের হাত ধরে নিজেকে প্রকাশ করে বেড়াচ্ছে যেটাকে তারা স্বাধীনতা মনে করেন, নিজেকে সস্তা দামে বিলিয়ে দিচ্ছে পিপাসার্ত সমাজের নিকট।
ইসলাম নারীকে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দিয়েছে অন্য কোন ধর্ম সেটা দেয়নি।

 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url