ড্রাইভার খুঁজে বের করুন খুব সহজে

পিসির যে কোন একসেসোরিজ কেনার সময় সাধারণত এর ড্রাইভার ডিস্ক সাথেই থাকে যা প্রয়োজনমত ব্যবহার করা যায়। কিন্তু বিভিন্ন সময় আমাদের ড্রাইভার নিয়ে প্রচুর সমস্যায় পড়তে হয়। সমস্যাগুলো হয় সাধারণত ড্রাইভার ডিস্ক হারিয়ে গেলে, ড্রাইভার ডিস্ক নস্ট হয়ে গেলে, আপগ্রেডেড অপারেটিং সিস্টেম ইনস্টল করার সময় অথবা কারো কাছ থেকে পুরনো পিসি কেনা হয়েছে কিন্তু ভুলে ড্রাইভার ডিস্ক নেওয়া হয়নি। যাইহোক, আপনাদের আজকে দুটো সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আপনি উল্লেখিত সমস্যাগুলোয় উপকার পাবেন।
3DP Chip:
মাত্র ৫০০ কিলোবাইটের এই সফটওয়্যারটি বাইশ হাজারের(২২000) ও বেশি প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, সাউন্ডকার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি একসেসোরিজ সনাক্ত করতে পারে। শুধু সানক্ত করেই শেষ নয়, সাথে সাথে ড্রাইভার ডাউলোডের লিংক ও প্রদান করে। তবে ডাউনলোডের জন্য পিসিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এটি ব্যবহার করা ও খুব সহজ। এই লিংক থেকে 3DP Chip সফটওয়্যারটি ডাউনলোড করুন। এটি পোর্টেবল তাই ইনস্টল করতে হবে না। ডাবল ক্লিক করে চালু করুন। উপরের ছবির মত আপনার পিসির একসেসোরিজগুলোর নাম দেখাবে। যেটার ড্রাইভার প্রয়োজন তার নামের উপর ক্লিক করলেই ডাউনলোড লিংক ওপেন হবে(যদি ইন্টারনেট চালু থাকে)। একই ধরনের একাধিক একসেসোরিজ লাগানো থাকলে(যেমন ল্যাপটপে একাধিক নেটওয়ার্ক কার্ড থাকে) নামের ডান পাশে একটা যোগ চিহ্ন দেখতে পাবেন যেখানে ক্লিক করে বাকিগুলোর নাম দেখতে পারবেন।
3DP Net
নেটওয়ার্ক কার্ডের ড্রাইভার খুঁজে পাচ্ছেন না? 3DP Net থাকলে নিশ্চিত খুঁজে পাবেন। এটি 3DP Chip এর মতই। তবে ২ টা পার্থক্য আছে, এটি শুধুমাত্র নেটওয়ার্ক কার্ডের জন্য এবং অফলাইনে কাজ করে অর্থাৎ কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। দুনিয়ার এমন কোন নেটওয়ার্ক কার্ড নেই যার ড্রাইভার এই প্রোগ্রামে নেই :)। শুধুমাত্র এই একটা প্রোগ্রাম সাথে থাকলে নেটওয়ার্ক কার্ডের জন্য আলাদা কোন ড্রাইভার ডিস্ক আর আপনার প্রয়োজন হবে না। ডাউনলোড করুন এই লিংক থেকে।