===

এল ই ডি কি?

এল ই ডি (LED - Light Emitting Diode), পূর্ণরূপ লাইট এমিটিং ডায়োড। ইলেকট্রনিক্সে বহুল ব্যবহার্য বাল্ব। বিভিন্ন রংএর হয়ে থাকে, প্রায় প্রতিটি ইলেকট্রনিক্সের যন্ত্রে এর ব্যবহার হতে দেখা যায়। মোবাইলের কি প্যাড জ্বলে ওঠাও এই এল ই ডি-র অবদান। এতে খুবই কম তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়। সাধারনত ১০-২০ মিলি এম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি এল ই ডি জ্বালানোর জন্যে ব্যবহার হয়। রাস্তায় ইদানিং যে বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য এল ই ডি এর সমন্বয়। এগুলো এক একটি সাতটি পর্যন্ত রং প্রদর্শন করতে পারে।


হাই পাওয়ার লুক্সন এলইডি: লুমেলিড লাইটিং কোম্পানি ও ফিলিপস যৌথভাবে লুক্সন নামে ১-৫ ওয়াটের এলইডি তৈরি করছে।


ব্যবহার: মোবাইল ফোন ও এলইডি স্ক্রিন ছাড়াও অপটিক্যাল যোগাযোগ, ইন্ডিকেটর বাতি, ইনফ্রারেড রশ্মি, আলোকসজ্জা, ট্রাফিক সিগন্যাল, অপটিক্যাল মাউস, লেজার রশ্মি উৎপাদন সহ আরো অনেক কাজে এলইডি ব্যবহৃত হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url