আপনার Website এর Load Speed পরীক্ষা করুন

ওয়েবসাইটের লোড স্পীড পরীক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ লোড স্পীড টেস্ট করেই বুঝতে পারবেন আপনার ওয়েবসাইটটি কতটুকু স্লো বা ফাস্ট। যদি আপনার সাইটটি খুব স্লো হয় তাহলে আপনি আস্তে আস্তে ভিজিটর হারাতে থাকবেন। কারণ সাইট বেশি স্লো হলে ভিটিটরকে কোন লিংকে ক্লিক করে অনেক্ষন অপেক্ষা করতে হবে সম্পূর্ন পেজটি লোড হওয়ার জন্য। যা ভিজিটরদের বিরক্তির কারণ হতে পারে। তবে ওয়েবসাইট স্লো বিভিন্ন কারণেই হতে পারে। আপনার ওয়েবসাইটটি যদি স্লো হয়ে থাকে তবে কি কারণে স্লো তা খুঁজে বের করতে হবে।
ওয়েবসাইটের লোড স্পীড টেস্ট করার একটি ভাল ওয়েবসাইট হল Pingdom। এই সাইটের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লোড স্পীড টেস্ট করতে পারেন। আপনার সাইটের লোড স্পীড জানার সাথে সাথে জেনে যাবেন কি কি কারণে আপনার সাইটটি স্লো এবং তার সমাধান কি। আপনার সাইট টেস্ট করার জন্য এই লিংকে ক্লিক করুন।