===

ফ্রি ফ্যাক্স করুন !!!!!


আজ আপনাদের কে জানাব ফ্রি ফ্যাক্স সমন্ধে আমার একটা ঘটনা। একদিন আমার এক বন্ধু বলল যে ওর একটা ফ্যাক্স করতে হবে (আমেরিকাতে)। ও বলল তার আগের দিন ও ১পৃষ্ঠা ফ্যাক্স করেছিল যার দাম নিয়েছিল ৬০টাকা। ও যে দোকান থেকে করেছিল সে দোকানদার নাকি ইন্টারনেট থেকে ফ্যাক্স করেছিল। দোকানদার আমার বন্ধু কে বুঝাল যে আপনার জন্য আমি ইন্টারনেট থেকে ডলার খরচ করেছি। ৬০টাকা বেশি নিলাম না। আমার বন্ধু আমাকে বলার পর আমি বললাম চল আমরা ইন্টারনেটে সার্চ করে দেখি ফ্রি ফ্যাক্স করা যায় না কি। তখন আমাদের ঘরে ইন্টারনেট কানেকশন ছিল না। তাই আমরা সাইবার ক্যাফে গিয়ে বসলাম। আমরা সার্চ করলাম তারপর যা পেলাম তা আজ আপনাদের কে জানাচ্ছি।

ফ্রি ফ্যাক্স করতে যা লাগবে:
১. ই-মেইল একাউন্ট।
২. ইন্টারনেট সংযোগ।
এবার http://faxzero.com/ এ প্রবেশ করুন। এই সাইটটি ব্যবহার করে আপনি আমেরিকা ও কানাডাতে ফ্রি ক্যাক্স করতে পারবেন। ফ্রি ফ্যাক্স পাঠাতে তাদের শর্ত সমূহ হল:
১. প্রথম পৃষ্ঠা এ্যাড
২. ১টা ডকুমেন্টে সর্বোচ্চ ৩পৃষ্ঠা হতে পারবে।
৩. ১টা মেইল থেকে দৈনিক ২টা ফ্যাক্স করা যাবে(১বার ৩পৃষ্ঠা করে মোট ৬পৃষ্ঠা)।

আপনারা ও চেষ্ঠা করে দেখুন। আসুন চেষ্টা করি:
১.ক্লিক করুন http://faxzero.com/
২.পূরণ করুন Sender inforfation ( *চিহ্নিত গুলো আবশ্যিক)।
৩.পূরণ করুন Receiver information ( *চিহ্নিত গুলো আবশ্যিক)।
৪. পূরণ করুন Fax information.
৫. পূরণ করুন Corfirmation code.
৬. ক্লিক করুন Send free fax Now.
৭. আপনার ই-মেইল এ একটা মেইল আসবে মেইল টা ওপেন করে cofirm link টা তে ক্লিক করুন।

আশা করছি আপনারা সবাই পারবেন। ও আপনাদের বলা হল না সেদিন আমাদের সর্বমোট খরচ হল ২০টাকা(১পৃষ্ঠা স্ক্যান করার চার্জসহ)। আপনারা বুঝতে সমস্যা হলে জানাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url