বদলে ফেলুন Windows XP এর সকল পুরানো সাউন্ড

আপনি কি কম্পিউটারের Startup, Power down সাউন্ড শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হওয়ারই কথা। সব সময় এক সাউন্ড শুনতে কি কারো ভালো লাগে? ডাউনলোড করুন নতুন কিছু সাউন্ড আপনার কম্পিউটারের জন্য। এবং বদলে ফেলুন Windows XP এর সকল পুরানো সাউন্ড। একটা সাইট থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দের সাউন্ড ডাউনলোড করতে পারবেন। সাইটটি হল http://www.soundsnap.com/ । এই সাইটে ১০০০০০ এর অধীক সাউন্ড ইফেক্ট এবং লুপ আছে। যেখান থেকে আপনার পছন্দমত সাউন্ড ডাউনলোড করতে পারবেন।
এখান থেকে কোন সাউন্ড ডাউনলোড করার করা আগে আপনাকে তাদের সাইটের রেজিস্টার্ড সদস্য হতে হবে। দুই রকমভাবে সদস্য হওয়া যায় ফ্রি অথবা টাকার বিনিময়ে। ফ্রি সদস্যরা প্রতিমাসে সর্বোচ্চ ৫ টা সাউন্ড ডাউনলোড করতে পারবেন। সাউন্ড ডাউনলোড হয়ে গেলে, Start Menu -> Control Panel -> Sound and Audio Devices ওপেন করুন। sound ট্যাবে যান যে সাউন্ড টি আপনি পরিবর্তন করবেন সেখানে ক্লিক করে broese এ যান। এখন আপনি যে সাউন্ড টি ডাউনলোড করেছেন সেটিকে সিলেক্ট করে play করে দেখুন সাউন্ড ঠিক আছে কিনা। এবার apply করুন। ব্যাস হয়ে গেল। এই ভাবে আপনি আপনার কম্পিউটারের সব সাউন্ড পরিবর্তন করতে পারবেন।