Jannateri Full | নতুন গজল জান্নাতেরী ফুল | লামিয়া ইসলাম Lamiya Islam | New Gojol | Holy Messenger
Jannateri Full | নতুন গজল জান্নাতেরী ফুল | লামিয়া ইসলাম Lamiya Islam | New Gojol | Holy Messenger
Song : Jannater Full
Singer : Somaiya Nila
Tune : Joynal Abedin Ekatto
Lyric : Abdul Kadir Hawladar
দুজাহানের সরদার তুমি
দুজাহানের সরদার তুমি
তুমি মোহাম্মদ রাসুল
শুকনো মরুতে ফুটালে
শুকনো মরুতে ফুটালে
জান্নাতের ফুল
মোহাম্মদ রাসুল
মোহাম্মদ রাসুল
মোহাম্মদ রাসুল
হে নবী পত্নীগণ! তোমরা অন্য নারীদের মত নও;যদি তোমরা আল্লাহকে ভয় কর,তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না,ফলে সেই ব্যক্তি কুবাসনা করে,যার অন্তরে ব্যাধি রয়েছে, তারা তোমাদের প্রতি আকৃষ্ট হবে। বরং তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। [সূরা আহযাব-৩২]
মাশাআল্লাহ মামারে রাসুল অনেক সুন্দর হয়েছে আমি ইন্ডিয়া থেকে বলছি মোহাম্মদ আনোয়ার রাসুল দ্বীন ইসলাম। মেয়েরা এমনিতেই সন্মানিত যখন সে পর্দায় থাকে তার সন্মান আরও অনেক গুন বেড়ে যায়। কোন বুদ্ধিমান মানুষ সোনা গহনা বাহিরে ফেলে রাখে না। একমাত্র পাগল ছাড়া।
অনেক অনেক ভালো গেয়েছেন,,, আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে সঠিক পথে চলার তাও পিক দান করুক। আমিন,,,,,। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে একটি বিশেষ ভাবে অনুরোধ থাকবে ভিডিওতে না আসার জন্য কেননা এটা শরীয়ত সম্মত নয় এছাড়াও অনেক শিল্পীরাই অপমানিত হয়েছে তাই আমি চাচ্ছি আপনি এ কাজটি না করলে ভাল হয়।
ইসলামিক চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো নাগলে নতুন নতুন ভিডিও আসবে আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। কুরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ তাই আসুন আমরা সবাই মিলে নামাজের ছোট ছোট সূরা এবং দোয়া গুলো সহি শুদ্ধভাবে মুখস্ত করি । অসাদারন গজল মহান অাললাহু তায়ালা জেনো অাপনাকে নেক হায়াত বাডিয়ে দিন অামিন।