ঘরোয়া ভাবে লজ্জা স্থানের কালো দাগ দূর করার উপায় | লজ্জা স্থানের কালো দাগ দূর করার | Ways to remove black spots of shame in a homely way | To remove the black spots of shame
ঘরোয়া ভাবে লজ্জা স্থানের কালো দাগ দূর করার উপায়
লজ্জা স্থানের কালো দাগ এটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন। বিশেষ করে যারা বিয়ে করবেন তারা খুব বেশি চিন্তিত থাকেন কারণ স্বামীর সামনে এটা একটা লজ্জার বিষয়। অনেকেই রূপচর্চার প্রতি আগ্রহ বেশি কিন্তু তারা লজ্জা স্থানের কালো দাগ নিয়ে কিছু ভাবেন না।
লজ্জা স্থানের কালো দাগ দূর করার টিপস
আমরা যেমন ত্বকের যত্ন নেই তেমনি উচিত লজ্জা স্থানের ত্বকের যত্ন নেয়া। মেয়েদের লজ্জা স্থান বলতে যেগুলো সব সময় ঢাকা থাকে বিশেষ করে বগল, থাইয়ের মধ্যে স্থান, ওইট , ফিপ, মই, কোমরের ভাজ এগুলো গোপন অঙ্গের ভিতরে পরে। এগুলোর প্রতি আমরা সবসময় একটু অবহেলা করে থাকি কারণ এই ত্বক গুলো জামা কাপড়ে ঢাকা থাকে। আমাদের শরীরের যেইসব স্থান সব সময় ঢাকা থাকে সেগুলোই লজ্জা স্থান। যেহেতু লজ্জা স্থান গুলো সবসময় ঢাকা থাকে তাই সেগুলো কালো থাকাই স্বাভাবিক। সবসময় ঢাকা থাকার কারণে আলো বাতাস কম পৌছায় তাই কালো থাকে। যেহেতু লজ্জা স্থান গুলো অন্য অন্য স্কিনের তুলনায় একটু আলাদা থাকে তাই যত্ন নেয়া বাধ্যতা মূলক।
যেমন ধরুন আমাদের আন্ডার আর্ম বা বগলের নিচে একটা কালো দাগ পরে যায়। কালো দাগ বিভিন্ন কারনেই পরতে পারে তবে মেয়েদের ক্ষেত্রে দাগ পরার অনেকে কারণ রয়েছে। বেশিরভাগ মেয়ারা ভিট ক্রিমের মাধ্যমে লজ্জা স্থান গুলোর লোম তুলে থাকে এটাও কালো হওয়ার একটি কারণ। তাছাড়া বিশেষ করে যার একটু মোটা হয় তাদের কালো থাকেই এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।
>মেয়েদের স্তন বড় ও টাইট করার উপায়
লজ্জা স্থানের স্কিন যেমনই হোক না কেনো আপনি নিয়মিত যত্ন নিতে পারলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ কালো দাগের জন্য স্বামীর কাছে বা স্ত্রীর কাছে প্রতিনিয়ত লজ্জা পেতে হচ্ছে। তাই লজ্জা থেকে বাঁচতে এখন থেকেই চেষ্টা করুন। আজকে আমরা জানবো লজ্জা স্থানের কালো দাগ কেনো হয় এবং এই দাগ দূর করতে আমাদের করণীয় কি ?
লজ্জা স্থানের কালো হওয়ার কারণ
* টাইট জামা কাপড় পরায় ত্বকে আলো বাতাস লাগে না তাই ত্বক কালচে হয়ে যায়।
* ক্ষুর বা রেজার দিয়ে ঘন ঘন লোম উঠানো।
* কেমিক্যাল যুক্ত ক্রিম দিয়ে লোম উঠালে ত্বক আস্তে আস্তে পুড়ে যায় এবং কালো হয়ে যায়।
* টাইট জামা কাপড় পরার ফলে রক্ত চলাচলেে বাধা হয় এবং ঘামে ব্যাকটেরিয়া ইনফেকশন করে যার ফলে ত্বকে দাগ পরে যা।
* অতিরিক্ত ঘাম এবং অপরিস্কার থাকলে জীবানু আক্রমণ করে যার ফলে ত্বকের ক্ষতি হয়।
লজ্জা স্থানের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়
* সবসময় ঢিলে জামা কাপড় পড়ুন বিশেষ করে রাতে ঘুমানোর সময় টাইট জামা কাপড় পরবেন না।
* অতিরিক্ত ঘাম দিলে ভালো করে গোসল করে ফেলুন কারণ ঘাম শরীরে থাকলে ত্বকে ইনফেকশন করতে পারে।
* শশার রস ত্বকের কালো দাগ দূর করতে অত্যান্ত কার্যকরী তাই নিয়মিত শশার রস লাগাতে পারেন।
* লেবুর রস প্রকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে এটা ব্যবহারে ত্বকের কঠিন কালো দাগ দূর হয়ে যাবে।
* দুধ এবং মুলতানি মাটি মিশিয়ে পেস্ট তৈরী করুন এবং কালো দাগে লাগান। শুখিয়ে গেলে ধুয়ে ফেলুন।
* এলোভেরা জেল, আলুর রস, লেবুর রস মিশিয়ে একটি বোতলে সংরক্ষণ করে রাখুন এবং নিয়মিত লজ্জা স্থানে লাগান।
* লজ্জা স্থানের কালো দাগ দূর করতে টুথপেষ্ট খুবই কার্যকরী। টুথপেষ্ট একটি কাটা লেবুতে নিয়ে লেবুটি লজ্জা স্থানে কিছুক্ষণ ঘসুন। সপ্তাহে ৩/৪ দিন এভাবে করুন আশা করি দাগ কমে যাবে।
* ভালো ব্রান্ডের বা হারবাল বডি লোশন ব্যবহার করুন কখনো মুখ ফর্সাকারী ক্রিম ব্যবহার করতে যাবেন না ।
* গরমের সময় যেখানে বেশি ঘামায় সেখানে টেলকম পাউডার লাগান।
* সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করুন বা এলোভেরা জেল ব্যবহার করুন এতে ত্বক খুব ভালো থাকবে এবং ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক হবে।
এছাড়াও বাজারে বিভিন্ন প্রোডাক্ট পাবেন লজ্জা স্থানের দাগ দূর করার তবে যাচাই-বাছাই করে কিনা ভালো।