===

Natok Mon Munia | Full Natok | Apurba | Keya Payel | Sohel Arman | Bangla Natok 2022 | বাংলা নাটক মন মুনিয়া | কেয়া পায়েল | অপূর্ব

Mon Munia | Full Natok | Apurba | Keya Payel | Sohel Arman | Bangla Natok 2022

Drama: Mon Munia 

Story Screenplay & Direction: Sohel Arman 

Starring : Apurba, Keya Payel, Wahida Mollick Joly, Papia, Boby, Polash, Jenifa Orthi 

Cinematography: Naim Fuad 

Edit & Color: Tonmoy Tanvir Background 

Music: Emil Publicity 

Design: Rakib Hossen Abir Producer: Tanvir Mahmood 

Label : Sultan Entertainment 

Produced and Distributed by Sultan Entertainment. Enjoy and stay connected with us on Social Media !!

অপূর্ব-পায়েল জুটি দুষ্টু মিষ্টি প্রেমের নাটকে বেশ ভালো অভিনয় করেছে। ভালো লাগলো। এই নাটকগুলো দেখে মাঝে মাঝে মনে হয় বাস্তবে আমাদের জীবন গুলো যদি নাটকের মত এত সাজানো গোছানো সুন্দর হতো তাহলে মানুষ দুঃখের সময় ভেঙে পড়তো না সুখের আশায় তাদের জীবনকে বাঁচিয়ে রাখত। বেশির ভাগ নাটকে ই অপূর্ব আর পায়েল এর বিচ্ছেদ দেখানো হয়।।।।। কিন্তু নাটক এর শেষ দিক টা দুজনের মিল দেখানো হয়েছে। অবশেষে অপেক্ষার অবসান হলো,, দারুন হবে নাটক টা, অপুর্ব ও কেয়া পায়েল জুটি অসাধারন। কলকাতা থেকে। 

অপূর্ব ভাইয়ার নাটক মানেই অসাধারণ,, অপূর্ব, কেয়া পায়েল জুটির নাটক খুব ভালো লাগে। খুব সুন্দর নাটক। অপূর্বর অভিনয় খুব ভালো লাগে। অপূর্ব-কেয়া পায়েল প্রিয় জুটি। অপূর্বর সাথে মেহজাবিন, তানজিন তিশা, কেয়া পায়েল,তাসনিয়া ফারিণ কে খুব ভালো মানায়। ভালোবাসা তো লুকিয়ে থাকে হৃদয়ে।কারো ভালোবাসা পূর্ণতা পায়। আর কারো ভালোবাসা হারিয়ে যায় মনের গভীরে। হয়তো সারা জীবন কেটে যায় সেই ভালোবাসা মনে রেখে। খুব সুন্দর নাটক। ভালো লাগলো। অপূর্ব ভাইএর লাভ সিন অপূর্ব। এই জুটি দীর্ঘস্থায়ী হতে চাই,,,,, এত দিন পর পর বসের একটা নাটক দেখে মন ভরেনা, যদি প্রতিদিন অপূর্ব বসের একটা করে নাটক পেতাম খুব ভালো লাগতো। অসংখ্য ভালোবাসা এই জুটির।

India 🇮🇳, west bengal থেকে বলছি, বাংলাদেশের নাটক খুবই ভালো লগে।। গল্প টাও অসাধারণ ছিলো।। Keya payel ম্যাম ও অপূর্ব স্যারের অভিনয় ও আমার খুবই ভালো লাগে।।।। শুভ কামনা রইলো আপনাদের জন্য।। All the best. অবুঝ দিনের গল্পের সিকুয়েল অনেকটা।আর তানজিন তিশাকে স্থানান্তর করা হয়েছে পায়েলকে দিয়ে।তবে পায়েলের অভিনয়ের উন্নতি হচ্ছে দিন দিন।

MON MUNIA" :নাটকটি খুবই ভালো লেগেছে,একেবারে প্রথমেই নাটকটি দেখেছিলাম! নায়ক নায়িকার দারুন সুন্দর অভিনয় ভীষণ ভালো লেগেছে! গুণী পরিচালক সোহেল আরমান সাহেবের বানানো নাটক সবসময়ই ইনজয় করি, উনার নাটক ভীষণ উচ্চ মানের হয়। যে তোমাকে ভালোবেসে তোমার যত্ন নেয়, তোমার দিকে খেয়াল রাখে, যদি তুমি সেটা বুঝতে পারো, অনুভব করতে পারো তাহলে একমাত্র সে-ই তোমাকে সত্যিকারের ভালোবাসে।

খুব ভালো লেগেছে। প্রিয় জুটি। অপূর্বর সাথে রোমান্টিক নাটকে মেহজাবিন, তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, কেয়া পায়েল কে খুব সুন্দর মানায়। নাটকটা কে তৈরী করছে। আমার নাম ও আমি যাকে ভীষণ ভালোবাসে আজও তার নাম মুনিয়া। তাকে আমি পায় নাই।আর পাবো না।নাটকটা দেখে আমার চোখে পানি চলে আসলে। মুনিয়া আর রাকিব মানে আমি। আমাদের অসমাপ্ত প্রেম কাহিনী। অনেক ধন্যবাদ এই নাটকটা বানানোর জন্য। 

বাংলা নাটকের প্রতি সকলের ভালোবাসা দেখে আমি মুগ্ধ৷ আশা করি সব সময় এভাবেই ভালোবাসবেন৷ ধন্যবাদ সবাইকে এত ভালোবাসার জন্য। অপূর্ব ভাইয়া আর কেয়া পায়েল আপুর আরো একটা সুন্দর নাটক উপহার পেলাম।এই জুটির নাটকগুলো বেশ ভালো লাগছে। আরো নতুন নাটকের অপেক্ষায় থাকলাম।। keya payel নাটকে আসার পর,মেহেজাবিন এর নাটক দেখা থেকে কেন জানি দুরে চলে যাচ্ছি ,আর এমন হওয়ার কারণই হচ্ছে কেয়া পায়েল এর অসাধারণত্ব অভিনয়। 

নাটকে যত হিরোই আসুক না কেন, অপূর্ব সত্যিই রোমান্টিক হিরো.......ওনার অভিব্যাক্তি চমৎকার। অনেক অভিজ্ঞতায় ভরপুর। অপেক্ষায় থাকি প্রতিটি বাংলা নাটকের কখন আসবে। এভাবেই এগিয়ে যাক আমাদের বাংলা নাটক ইন্ডাস্ট্রি। ধন্যবাদ সকল টিম ম্যানেজমেন্ট কে এতো সুন্দর একটা কাজ উপহার দেওয়ার জন্য আমাদের এ-ই করোনা কালীন সময়ে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে খুব ভালো লাগলো। তার উপর যদি অপূর্ব আর কেয়া পায়েলের জুটি হয় তাহলে তো কথাই নেই ️ আর পায়েলের হাসিটা খুব কিউট ছিল।

অন্য রকম একটা গল্প " আরমান সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য! তার সাথে পায়েলের অভিনয়ের প্রশংসা না করলেই নয়! এই জুটির নাটক ভীষণ প্রিয় কলকাতা থেকে🇮🇳খুব ভালো লাগলো.. যেটা বেশি ভালো লাগলো নাটকের শেষে 2 জনের মিল দেখে️ খুব খারাপ লেগেছিল এই জুটির নাটক সেদিন বৃষ্টি হবে দেখার পর  কে কে দেখেছেন সেদিন বৃষ্টি হবে?  

বাংলা নাটক মানেই একঝাঁক ভালোবাসা। মিডিয়াতে যেখানে বাংলা সিনেমা রাজ করার কথা, সেখানে শিল্পীরা ব্যাস্ত নির্বাচনের ক্যাচাল নিয়ে আর তামাশা নিয়ে,,,এদিক থেকে বিবেচনা করলে বাংলা নাটক অনেক এগিয়ে। নাটকের কাহিনি এবং চরিত্র গুলো সত্যি অসাধারণ শুভকামনা বাংলা ড্রামা ইন্ডাস্ট্রিজের জন্যমিষ্টি একটা নাটক। অপূর্বর অভিনয় সবসময়ই ভালো লাগে। এই জুটিকে খুব ভালো লাগে। অপূর্বর সাথে জুটি হিসেবে মেহজাবিন, তাসনিয়া ফারিণ, কেয়া পায়েল, তানজিন তিশা কে খুব ভালো লাগে। অপূর্বর সাথে এই চারজনকে দেখতে চাই।

মন মুনিয়া ইন্টারেস্টিং জুটি বেঁধে এক্সিলেন্স রোমান্টিক অভিনয় উপহার হিসেবে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পরিচালক সোহেল আরমান ভাই আপনার অনুপ্রেরণা আসলেই ভালো লাগলো ধন্যবাদ। অপূর্ব পায়েল এর অসাধারণ অভিনয়ের অসাধারণ নাটক খুব ভালো লাগলো পুরো টিম কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব হতো না। এত ভালোবাসা সত্যি গর্ব হয় নিজেদের কে নিয়ে। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আমরা যেন আরো সুন্দর সুন্দর নাটক আপনাদের সবাইকে উপহার দিতে পারি।

নাটকটা খুবই ভাল হয়েছে, কিন্তু পায়েল যেহেতু ছোট বেলার কথা বলছে,তাহলে অপুর্বের দুংখের সময় ছোট বেলার কথা কল্পনা করা উচিৎ ছিল। আসলেই প্রান ভরে গেল জিয়াউল ফারুক অপূর্ব ভাই এবং কেয়া পায়েল আপু মন মুনিয়া চরিত্রে ভূমিকায় বাস্তববাদী রোমান্টিক অভিনয় করেছেন ধন্যবাদ। 

খুব সুন্দর একটা নাটক। অপূর্ব তো অপূর্ব। অপূর্ব -কেয়া পায়েল জুটি খুব সুন্দর মানায়। এই জুটির আরো নাটক চাই। পরিচালকদের অনুরোধ অপূর্বর সাথে সাবিলাকে নেয়া কম করেন। কারণ অপূর্বর সাথে সাবিলাকে একটুও মানায় না। অপূর্বর সাথে তানজিন তিশা, কেয়া পায়েল, মেহজাবিন, তাসনিয়া ফারিণ কে খুব ভালো মানায়।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url