ফ্রি ডোমেইন সার্ভিস
ইন্টারনেটে ওয়েবসাইট তৈরী করতে গেলে প্রথমে দরকার হবে একটি ডোমেইন নেম।
ডোমেইন নেম মানে হচ্ছে যে নামে আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে। যেমনঃ-
www.yahoo.com, www.google.com ইত্যাদি। ডোমেইন নেম রেজিষ্ট্রেশনের জন্য
একটা ফি আপনাকে সংশ্লিষ্ট কোম্পানীকে দিতে হবে। আবার কিছু কিছু কোম্পানী
ফ্রি ডোমেইন সার্ভিস ও দিয়ে থাকে। ফ্রী Domain name দেয় এরকম
ওয়েবসাইটগুলো আবার কিছু ঝামেলাও করে | তাই কম খরচে Doamin name কেনাই ভালো।
ফ্রী Domain Name দেয় এ রকম একটি ভালো website হলো www.dot.tk। এর বড়
সুবিধা হলো এটি আপনার ইচ্ছা মত একটি short Doamin name দিবে | আপনি আপনার
ইচ্ছা মত করে ইমেল ও বানাতে পারবেন ওই ডোমেইন ব্যবহার করে | ভিজিট করুন www.dot.tk
