SD কার্ডের বিস্তারিত জানুন

বর্তমানে স্টোরেজ হিসেবে SD কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামকর্ডার, মোবাইল ফোন, এমপি থ্রি প্লেয়ার সহ অনেক ইলেকট্রনিক ডিভাইসেই SD কার্ড ব্যবহৃত হচ্ছে। বাজারে বিভিন্ন আকারের, বিভিন্ন ধারন ক্ষমতার এবং বিভিন্ন স্পীডের SD কার্ড পাওয়া যায়। কোনটি আপনার ইলেকট্রনিক ডিভাইসের জন্য উপযুক্ত তা জানাটা জরুরী। কারণ সঠিক মেমোরী কার্ড ব্যবহার না করলে ডিভাইসের পারফরম্যান্স বিঘ্নিত হতে পারে এমনকি ডিভাইস কাজ না ও করতে পারে। এই লেখায় আপনাদেরকে SD কার্ড সম্পর্কে একটা বিস্তারিত ধারনা দেওয়ার চেষ্টা করব।
SD কার্ড ডেভেলপ করেছে SD Card Association নামে একটি সংস্থা। ২০০০ সালের ২৮শে জানুয়ারী Panasonic, SanDisk এবং Toshiba মিলে এই সংস্থাটি শুরু করে। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা এক হাজার(১০০০) এর ও বেশি।
আকার অনুযায়ী SD কার্ড তিন ধরনের হয়- SD, miniSD, এবং microSD। আবার ধারন ক্ষমতা অনুযায়ী SD কার্ড তিন ধরনের হয়- SDSC বা SD, SDHC এবং SDXC। SDSC বা SD, SDHC এবং SDXC এর ধারন ক্ষমতা যথাক্রমে ১মেগাবাইট থেকে ৪ গিগাবাইট, ৪ গিগাবাইট থেকে ৩২ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট থেকে ২ টেরাবাইট। নিচের ছকে বিষয়টি আরো ভালভাবে বুঝতে পারবেন।

আপনার ডিভাইসটি যদি ভিডিও রেকর্ড করতে পারে তাহলে SD কার্ডের Speed Class একটি গুরুত্বপূর্ন বিষয়। SD কার্ডের স্পীড ক্লাশ দুই রকম- Speed Class এবং UHS Speed Class। Speed Class আবার চার ধরনের হয়- Class 2, 4, 6 এবং 10। স্পীড ক্লাশ বুঝানোর জন্য SD কার্ডের উপর কিছু সংকেত ব্যবহার করা হয়। নিচের ছক দুটিতে এইসব সংকেত সহ কোন ক্লাশের কার্ড কি ধরনের কাজে ব্যবহার করা হয় তা, বাস ইন্টারফেস এবং বাস স্পীডের বিস্তারিত দেখুন।


SD কার্ড ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল তাই এর কম্প্যাটিবিলিটি সম্পর্কে সঠিক ধারনা থাকলে আপনি এই কার্ডের সর্বোচ্চ সুবিধাটুকু গ্রহন করতে পারবেন। আপনার ডিভাইসটি যদি SDXC সাপোর্টেড হয় তাহলে আপনি SD, SDHC এবং SDXC কার্ড ব্যবহার করতে পারবেন। এবং আপনার ডিভাইসটি যদি SDHC সাপোর্টেড হয় তাহলে আপনি SD এবং SDHC কার্ড ব্যবহার করতে পারবেন। তবে SD সাপোর্টেড ডিভাইসে শুধুমাত্র SD কার্ড ব্যবহার করতে পারবেন। উল্টোভাবে বললে আপনার কার্ডটি যদি SDXC হয় তাহলে এটি শুধু SDXC সাপোর্টেড ডিভাইসে ব্যবহার করতে পারবেন। আপনার কার্ডটি যদি SDHC হয় তাহলে এটি SDHC এবং SDXC সাপোর্টেড ডিভাইসে ব্যবহার করতে পারবেন। নিচের চিত্রে বিষয়টি আরো ভালভাবে বুঝতে পারবেন।

আশা করি লেখাটি পড়ে উপকৃত হবেন।