Google এবং Yahoo আপনার ওয়েবসাইটকে কোন গ্রেডের মনে করে?

যদিও একটা ওয়েবসাইটের মুল বিষয় হল এর কনটেন্ট সমূহ, তার পর ও এর পারফম্যান্স কিন্তু খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। ধরুন, আপনার ওয়েবসাইটটিতে অনেক গুরুত্বপূর্ন এবং মূল্যবান তথ্য আছে যা ভিজিটরদের অনেক উপকারে আসে। কিন্তু আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে যদি ভিজিটরদের অনেক বেশি সময় প্রয়োজন হয় কিংবা একটা লিংকে ক্লিক করে অনেক সময় বসে থাকতে হয়। তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে অনেক গুরুত্বপূর্ন এবং মূল্যবান তথ্য থাকা সত্বে ও আপনি আস্তে আস্তে ভিজিটর হারাচ্ছেন। কারণ আপনার সাইটের পারফরম্যান্স খারাপ হওয়ার কারণে ভিজিটর আপনার সাইটে প্রবেশে অনীহা প্রকাশ করছেন।
পাফরম্যান্সের বিচারে আপনার ওয়েবসাইটটি কতটুকু মানসম্পন্ন তা জানেন কি? কিভাবে আপনি এই পারফম্যান্স এর মাপকাঠি নির্ধারন করবেন?

আপনার ওয়েবসাইটটি পারফরম্যান্সের মাপকাঠিতে কোন গ্রেডের এবং কি কি পরিবর্তনের মাধ্যমে আপনি এই গ্রেডের মানোন্নয়ন করবেন তা জানার জন্য গুগল ডেভেলপ করেছে PageSpeed নামের ওপেন সোর্স প্রজেক্ট। PageSpeed এর মাধ্যমে আপনার সাইটটি স্ক্যান করলেই আপনি পেয়ে যাবেন বিস্তারিত তথ্য। দুইভাবে আপনি PageSpeed ব্যবহার করতে পারেন। Google Chrome এর এক্সটেনশন হিসেবে অথবা সরাসরি অনলাইনে।
একই কাজের জন্য আরেক ওয়েব জায়ান্ট Yahoo বের করেছে YSlow। Yahoo এর ওয়েব পারফম্যান্স টিম ৩৪টি বিষয় নির্ধারন করেছে যার মাধ্যমে সাইটের পারফম্যান্স উন্নত করা যায়। YSlow এর মাধ্যমে এই ৩৪টি বিষয় থেকে ২৩টি বিষয়ের রিপোর্ট পাওয়া যায়। YSlow পাওয়া যায় Firefox/Chrome/Opera/Safari এর এক্সটেনশন হিসেবে।
সবশেষে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের খোঁজ দেব যার মাধ্যমে আপনারা একসাথে PageSpeed এবং YSlow গ্রেডিং অনলাইনে দেখতে পারবেন। সাইটটির নাম হল GTmetrix। এই সাইটের প্রথম পাতাতেই একটা টেক্সট বক্স পাবেন যেখানে আপনার ওয়েব এড্রেস লিখে GO! তে ক্লিক করলেই আপনার কাজ শেষ। বাকিটুকু সয়ংক্রিয়ভাবে হয়ে আপনাকে রিপোর্ট দেখাবে।