বিভিন্ন খেলনা নিজেই তৈরী করি ও বিজ্ঞানের বাস্তব প্রয়োগ উপলব্ধি করি।
বিজ্ঞানের অনেক কিছুই আমরা জানি কিন্তু
তার ব্যবহারিক জ্ঞান না থাকলে সেই জানাটা উপকারে আসে না। বিশেষ করে
শিশুদের জন্য ব্যবহারিক জ্ঞান আরো বেশি দরকার। আর তা যদি খেলনা তৈরীর
মাধ্যমে হয় তাহলে আরো বেশ হয়। এখানে এমন একটি ওয়েজ সাইটের ঠিকানা দিচ্ছি
যেখানে বিভিন্ন ধরনের খেলনা তৈরী ও সেটা কিভাবে কাজ করে সেটা জানতে পারব।
ওয়েব সাইটের ঠিকানাটি http://www.arvindguptatoys.com/toys.html বা নিচের
লিংক এ ক্লিক করলে পাওয়া যাবে।
খেলনা তৈরী করি
ওয়েব সাইটি ভাল লাগলে মন্তব্য করুন।সবাইকে ধন্যবাদ
nice