===

মেয়েদের সাদা স্রাব: যা কিছু জানা প্রয়োজন — Meyeder Sada Srab Dr. Tasnim Jara | ডা. তাসনিম জারা (চিকিৎসক, ইংল্যান্ড)

মেয়েদের সাদা স্রাব: যা কিছু জানা প্রয়োজন — ডা. তাসনিম জারা (চিকিৎসক, ইংল্যান্ড)

 

আপনাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না আপু। অনেক ভালবাসা আপনার জন্য। প্রথমে আপনাকে ধন্যবাদ এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য, আপু আমার মাসিকের সময়। অনেক রক্ত পাত হয়, আর পেটে ব্যথা অনেক বেশি, এই জন্য আমি কি করতে পারি। আসসালামুয়ালাইকুম আমি ইন্ডিয়া হুগলি ডিসটিক ফুরফুরা শরীফ থেকে বলছি। থ্যাঙ্ক ইউ শুকরিয়া ভালো ভালো দেশের লোককে টিপস দেওয়ার জন্য ধন্যবাদ। আপু আমার বিয়ে হয়ছে ৮ বছর , কিন্তু বাচ্চা হয় না ,আমার প্রতি মাসেই পিরিয়ড হয়, কিন্তু সেটা একদিন থাকে তাও সামন্য , চার বছর যাবত এই সমস্যা টা হয়তাছে , কি করনীয়? আপু আমার বয়স ১৭.আমার মাসিক শেষ হওয়ার পর অভুলেশন এর সময় ২ ৩ দিন বাদামি'কালচে স্রাব বের হই।এটা কি সমস্যা। 

প্লিজ একটু বলো? আপু প্রাইভেট পার্ট এর ইচিং এবং প্রচুর কালো হওয়ার কারণ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে একটু আলোচনা করবেন প্লীজ। আপু আমি লিখা গুলো ভালো করে বুঝতে পারলাম না। মেয়েদের জরায়ু দিয়ে এক পোকার বায়ু বের হয়। এই নিয়ে একটি ভিডিও দিলে আনেক উপকার হত।

সহবাসের সময় যে স্রাব বের হয় সেটা এবং স্বাভাবিক অবস্থায় সারাদিন যে স্রাব বের হয় , দুটোই কি এক? আপু এপেনডিস অপারেশন করেছি ১ বছর হচ্ছে। আজ হঠাৎ কাটা জায়গা ব্যাথা করছে।এটা কি স্বাভাবিক।নাকি ডাক্তার দেখাবো।প্লিজ একটা ভিডিও দিবেন। আপু আমার পিরিয়ড মিস হয়ছে ১২তম দিন হয়ে গেল কিন্তু আমার পেটে হালকা পেইন করে আর বাম পাশে।কোনো স্রাব যায়না এখন ও। এক দম জরায়ুর মুখ শুকনা।আপু প্লিজ হেল্প করেন।
আপু আমার বয়স ২৬ বছর। গরমের সময় আমার মুখে অতিরিক্ত ঘাম হয় তারপর মুখটা তৈলাক্ত হয়ে যায়। কিন্তু শরীরের অন্য কোন জায়গায় এরকম অতিরিক্ত ঘাম হয় না।আমার থাইরয়েড ও ব্লাড প্রেশার সবই স্বাভাবিক। মুখের এই রকম ঘাম কমাতে কি করণীয় বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম আপু আমার চকলেট সিস্ট আছে। আমার বিয়ে হয়েছে ১০ বছর কিন্তু কোন বাচ্চা হচ্ছে না অনেক ডা. দেখিয়েছি। আপনি কোন পরামর্শ দেন। মিন্সের সময় পেট খুব ব্যাথা করে কেন এটা কি স্বাভাবিক? এটা নিয়ে একটা ভিডিও চাই ম্যাম।
 
আপু একটা প্রশ্ন সেটা হলো ছেলেদের গোপনাঙ্গ কি দিয়ে পরিষ্কার করতে হবে সাবান নাকি শ্যাম্পু কোনটা বেটার। আচ্ছা আপু আমি যদি আমার স্ত্রী কাছে যাই অনেকক্ষণ থাকতে পারে কিন্তু যদি আমার একটা গার্লফ্রেন্ড আছে উনার কাছে গেলে অতি তাড়াতাড়ি আউট হয়ে যায় এর করনীয় কি প্লিজ একটু জানাবেন দয়া করে। আপু আমার হটাৎ হটাৎ চাকা চাকা যে সাদাস্রাবটা দেখালেন(ফাংগাল ইনফেকশন) ওইটা হয়, যোনী পথে চুলকানি হলেও প্রসাবে জালাপোড়া হয় না এবং এরকম ৩/৪ মাসে একবার হয় সবসময় না ।তাতে কি ডক্টর দেখাতে হবে ??? আপু,পিরিয়ড এর সার্কেল কী ৩৮ দিনের হয়??গত ৪/৫ মাস ধরে আমার এমন হচ্ছে। দয়া করে বলবেন।আমার বয়স ~১৯।dir="auto">আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপু আমি আপনার কাছে একটাপ্রশ্ন রাখতে চাই অবশ্যই প্রশ্নের উপর একটা ভিডিও বানাবেন আশা করি।

আমার প্রশ্নটা হল আমি কোন কাজ করতে গেলে আমার হাতে এবং পায়ে গেমে পানি চলে আসে। আসলে এর কারনটা কি কিসের থেকে আমার এই সমস্যাটা হচ্ছে যদি দয়া করে একটা ভিডিও বানাতে তাহলে উপকৃত হব যে কোন কাজ করতে গেলে আমার হাত পা এগুলো সব সময়ই গেমে গেমে পানি চলে আসে হাত পা ঘামার কারণ টা কি অবশ্যই একটা ভিডিও করে জানাবেন অপেক্ষায় । আপু আমি নরমেনস খাই প্রায় ৭ মাস।কালকে সকালের ওষুধ টা খেতে একটু দেরি হইছে কালকে দুপুর থেকেই ব্লাড যাচ্ছে।রাতে ওষুধ খাওয়ার পরে আজকে দুপুর পর্যন্ত ভালো ছিলাম বিকেল থেকে আবার ব্লাড যাচ্ছে এমনিতে বেশিনা। প্লিজ একটু বলবেন চিন্তায় আছি। 

 দিদি আমার POX হয়ে ছিলো তো তার যে দাগ হয় সেই দাগটা মুখের মধ্যে রয়ে গিয়েছে এবং গায়েও আছে তো এইটার জন্য কোনও একটা উপায় বলে খুব ভালো হতো এবং কোনও রকম Cream বলেও ভালো হয়। আসসালামু আলাইকুম আপু আমার আম্মুর এর্লাজি ছিল যার কারনে ঘা বের হইছিল। এক সময় এর্লাজির জন্য ভেকসিন দিছিলেন কিছু দিন কমার পর আবার বেড়ে গেছিল। কিন্তু পরির্বতিতে অন্য জায়গায় হতে ঔষধ খাওয়ার পর বর্তমানে এখন ভালো হয়েছে এছাড়াও আমার আম্মুর ব্লাড প্রেশার / হাই পেসারও আছে।

তো আমার প্রশ্ন হলো যে এই করোনার টিকা নেওয়ার পর কি অসুস্থ হওয়ার বা এর্লাজি বেড়েযাওয়া সম্ভাবনা আছে কি বা কোনো সমস্যা হবে কি???আসসালামু আলাইকুম আপু আমার বয়স ২২ অবিবাহিত। আমার শুরু থেকেই মাসিক সময় মতো হয় না।আগেও ডাক্তার দেখিয়েছি।গত দুই মাসেরও বেশি সময় ধরে মাসিক বন্ধ। প্রচুর পেট ব্যাথা আর কোমর ব্যাথা হয়।হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে মেডিসিন খাচ্ছি কিন্তু আমার এখনো পিরিয়ড হয়নি।আমি এখন কি করতে পারি প্লিজ আমাকে পরামর্শ দিন। আপু ২০ বছর বয়সে এরকম হলে,,এর কারণ কি?অবিবাহিত মেয়ের ক্ষেত্রে লাল আর ধূসর স্রাব যাওয়া,,,,?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url