===

মার্কিন নিষেধাজ্ঞার পক্ষে রেজা কিবরিয়া এত সরব কেন, কোথায় তথ্য পান তিনি? || Reza Kibria interview

 মার্কিন নিষেধাজ্ঞার পক্ষে রেজা কিবরিয়া এত সরব কেন, কোথায় তথ্য পান তিনি? || Reza Kibria interview

বেশীরভাগ মানুষের মনের কথাই তিনি তুলে এনেছেন। অবৈধ আওয়ামী লীগের সকল অপকর্মের তথ্য সাহসের সাথে বলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বর্তমান সময়ে।আমি আন্তরিকভাবে রেজা কিবরিয়াকে ধন্যবাদ জানাই তার সাহসী পদক্ষেপের জন্য।

আমেরিকায় অনেক ভালো একটা পদে ছিলেন কিন্তু দেশের জন্য তা ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য আপনার আসা শুধু দেশ প্রেম থাকলেই তা সম্ভব হয় আমাদের সবার তাকে বুঝা উচিত এমন একজন নেতা খুব বেশি দরকার এসময় দে-শ প্রেম আপনার কাছে বেশি প্রিয় আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন।

Salute such personality who want to giving value to country & people.

 গুম,খুন,দুর্নীতিবাজদের নিষেধাজ্ঞা দেওয়ায় বাইডেন প্রশাসনকে ধন্যবাদ। স্বৈরাচার নিপাত যাক,দেশের মানুষ মুক্তি পাক। BBC কে অনুরোধ করছি যেনো এমন সাক্ষাৎ কার প্রতি দিন নেয়ার জন্য, রেজা + নূর বাংলাদেশের আনাচে-কানাচে থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ধন্যবাদ রইলো প্রকৃত দেশ প্রেমিক রেজা সাহেবের কে। রেজা কিবরিয়ায় মতো সৎ সাহসী মানুষ আরও প্রয়োজন। এই লাঠিয়াল বাহিনীর বিচার আল্লাহ্ তো করবেই। এতদিন জনগণ ও করবে।

স্যার অনেক ভদ্র, অনেক মেধাবী তার পরিকল্পনা গুলো দেশের জনগণের প্রতি। এই ধরনের মানুষ দেশের প্রধান মন্ত্রী হলে। দেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি হবে আমার কাছে মনে হয়। এক Sanctions এ যদি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, চলাফেরার অধিকার, নিরাপদে বসবাস করার অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার রক্ষা হয়, তাহলে তো Sanctions ই ভালো। 

একজন যোগ্য লোক যিনি সৎ সাহস নিয়ে রাজনীতিতে এসেছেন। বাংলাদেশের আপামর জনসাধারণের এধরণের মানুষের পাশে দাড়ানো। আপনাদের মনোভাব দেখলে মনে শান্তি পায়, অদূর ভবিষ্যতে আপনাদের হাত ধরেই সোনার বাংলা গড়ে উঠবে, ড. রেজা কিবরিয়া, ভিপি নুর, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আপনাদের জন্য শুভ কামনা, আমি চাই সোহেল তাজ আবার রাজনীতিতে ফিরে আসুক। 

ড. রেজা কিবরিয়া স্যার যদি ২০০৪ সালের গ্রেনেট হামলার কথা না বলতো। তা হলে হামলার সত্যতা আজও জানতামনা! এমন অসাধারণ মানুষও এদেশে আছে!!! রেজা কিবরিয়া ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা ও দুয়া রইল। রাব্বে কারীম তাকে সুস্থতা ও নিরাপত্তার সাথে দীর্ঘ হায়াত দান করেন, তার মরহুম মা-বাবাকে জান্নাতবাসী করেন। 

মাশাআল্লাহ, রেজা কিবরিয়া সাহেব একজন আপাদমস্তক ভদ্র লোক, এবং অত্যন্ত ভালো মানুষ। কথায় বাচনভঙ্গি এমনকি অমায়িক আচরণ। আমিও উনার দীর্ঘায়ু কামনা করি।

Right father right son. We are proud of you my dear sir. Salute you. I was your student in DU. You taught us macro economics. I visited your house while your father was FM. I am 100% sure about your honesty and integrity and your commitment to Bangladesh. We are optimistic.

কি আর বলব এত ভাল মানুষ বাংলাদেশে আছে, উনার জন্ম বাংলাদেশে আমার বিশ্বাস হচ্ছে না,উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এটাই কামনা করি। এই জন্যই কি দেশটা স্বাধীন করা হয়েছিল???দেশটা এখন আমলারা চালায়, এবং সরকারের নিয়ন্ত্রণ করে তারা,কোথায় আজ মানুষের ভোটের অধিকার??

বিবিসি বাংলা ইদানীং কিছু ব্যতিক্রমি প্রতিবেদন তৈরি করছে আর এমন কিছু মানুষ কে নিয়ে। যাদের কথা বলার ভংজ্ঞি টা চমৎকার। আমি স্যার কে বিশ্লেষণ করতে পারবো না। স্যারের কথাগুলি অনেক মনযোগ দিয়ে শুনছিলাম, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে।আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। জনতার অধিকার আমাদের অঙ্গিকার” ডা. রেজা কিবরিয়ার জন্য শুভকামনা রইল। 

তিনি একজন সু-সন্তান নিজের মায়ের সেবা করেছেন, দেশমাতার সেবা করার চেষ্টাও করছেন. এরকম সু-সন্তান দরকার ঘরে ঘরে. এরকম একজন সত্তিকারের ভদ্রলোকের সাক্ষাৎকার নেয়ার জন্য বিবিসিকে ধন্যবাদ।  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url