===

গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায়। গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায় ও ক্রিম এর ব্যবহার | Home Remedies For Genital Itching

 

গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায় কি? বেকিং সোডা দিয়ে গোসল - ত্বকে ছত্রাক সংক্রমণের কারনে চুলকানি হলে এবং তার পাশাপাশি আরো কিছু চুলকানির ক্ষেত্রে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী। ২০১৩ সালের একটি গবেষণায় প্রমাণিত হয় যে বেকিং সোডায় অ্যান্টিফাঙ্গাল গুনাবলি রয়েছে।

 গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায় ও ক্রিম এর ব্যাবহার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। 

গোপনাঙ্গে চুলকানি বিভিন্ন কারনে হতে পারে। এটি শুষ্কতার কারণে হতে পারে আবার কোন রাসায়নিক বস্তুর ক্রিয়াকলাপের কারণে হতে পারে, যেমনঃ সাবানের ব্যাবহার।

আবার গোপনাঙ্গে চুলকানি ছত্রাকের সংক্রমণ, ব্যাকটেরিয়া ভ্যাজিনোসিস এবং এসটিআই এর কারনেও হতে পারে। 

গোপনাঙ্গে চুলকানি ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করে ভালো ফল পাওয়া যেতে পারে তবে চুলকানির কারণ নির্নয় করে চিকিৎসা নিলে আরো ভালো ফল পাওয়া যাবে। 

যেমনঃ গোপনাঙ্গের ভিতরের অংশের চুলকানি ছত্রাকের সংক্রমণের কারনে হয়ে থাকে। 

গোপনাঙ্গের বাইরের অংশের চুলকানি একজিমা সহ ত্বকের অন্যান্য সমস্যার কারনে হয়ে থাকে। 

তাই আমাদের উচিৎ একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে ওনাকে সব তথ্য দিয়ে সাহায্য করা যাতে চুলকানির কারণ সনাক্ত করা যায়।তাহলে চুলকানি থেকে প্রতিকার পাওয়া খুব সহজ হবে। 

মেয়েদের স্তন কিভাবে বড় ও টাইট করার উপায়

 লজ্জা স্থানের কালো দাগ দূর করার উপায়

গোপনাঙ্গে চুলকানির কিছু কারণ

গোপনাঙ্গে চুলকানির কারণগুলির মধ্যে রয়েছেঃ

ছত্রাক সংক্রমণ - গোপনাঙ্গে ছত্রাক সংক্রমণ হলে চুলকানি, তার পাশাপাশি লিকোরিয়া বা সাদাস্রাব হতে পারে।

গোপনাঙ্গের ত্বকের সমস্যা - অ্যাকজিমা, সোরিয়াসিস এবং শুষ্ক ত্বকের কারণে গোপনাঙ্গে চুলকানি হয়ে থাকে।

এসটিআই - কয়েকটি এসটিআই রোগ রয়েছে যেগুলি গোপনাঙ্গের চুলকানির কারণ হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে -

  • ক্ল্যামাইডিয়া।
  • গনেরিয়া।
  • যৌনাঙ্গ হার্পস।
  • ট্রাইকোমেনিয়াসিস।

এছাড়াও গোপনাঙ্গে রাসায়নিক দ্রব্যাদির ব্যাবহারের ফলে এলার্জি ও চুলকানি সৃষ্টি হতে পারে।


গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায়। 

গোপনাঙ্গের চুলকানি দূর করার ঘরোয়া উপায় কি?

কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলো অনুসরণ করে গোপনাঙ্গে চুলকানি উপশম করা যায়।পদ্ধতি গুলোর মধ্যে রয়েছে -

বেকিং সোডা দিয়ে গোসল - ত্বকে ছত্রাক সংক্রমণের কারনে চুলকানি হলে এবং তার পাশাপাশি আরো কিছু চুলকানির ক্ষেত্রে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী। 

২০১৩ সালের একটি গবেষণায় প্রমাণিত হয় যে বেকিং সোডায় অ্যান্টিফাঙ্গাল গুনাবলি রয়েছে।পরবর্তী বছর অর্থাৎ ২০১৪ সালের অপর একটি গবেষণার দেখা যায় বেকিং সোডা ক্যান্ডিডা কোষকে মেরে ফেলে। 

একথা স্পষ্ট যে, বেকিং ছত্রাক সংক্রমণ ঠেকাতে অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখে। 

১/৪ থেকে ২ কাপ বেকিং সোডা ১ বালতি পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই পানি দিয়ে লম্বা সময় নিয়ে গোসল করতে হবে। 

সুতি আন্ডারওয়্যার পরিধান - বায়ু চলাচল করে এমন স্থানে ছত্রাক দ্রুত বৃদ্ধি ও বিস্তার ঘটাতে পারে ন। তাই আমাদের উচিৎ সুতি আন্ডারওয়্যার পরিধান করা।

এতে ছত্রাকের সংক্রমণ রোধ করা সম্ভব হবে। 

প্রোবায়োটিক এর ব্যাবহার - প্রোবায়োটিক গোপনাঙ্গের অভ্যন্তরে উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে।

এধরণের প্রোবায়োটিক ক্যাপসুল আকারে ওষুধের দোকানে পাওয়া যায়। তাই আপনার পাশের ওষুধের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন।

নারিকেল তেল - ২০১৬ সালের একটি গবেষণায় প্রমানিত হয় যে নারিকেল তেল ক্যান্ডিডা অ্যালবিক্যান্স এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। তাই ছত্রাকের সংক্রমণ রোধে শরীর ও গোপনাঙ্গে নারিকেল তেল ব্যাবহার করা যেতে পারে। 

প্রোবায়োটিক খাবার - প্রোবায়োটিক খাবারগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পাশাপাশি গোপনাঙ্গের স্বাস্থ্যের জন্যও কম গুরুত্বপূর্ণ না। প্রোবায়োটিক খাবারগুলো আমাদের অন্ত্রের ও গোপনাঙ্গের উপকারী ব্যাকটেরিয়াগুলির বৃদ্ধিতে সাহায্য করে।

প্রোবায়োটিক খাবারগুলোর মধ্যে রয়েছে -

  • দই
  • কম্বুচা
  • কিচমিচ ইত্যাদি। 

প্রোবায়োটিক খাবারগুলো ত্বকের ছত্রাকের ক্ষেত্রেও অনেক কার্যকরী। 

গোপনাঙ্গের চুলকানি দূর করার ক্রিম

অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক ক্রিম- কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা অ্যান্টিবায়োটিক ক্রিম রয়েছে যেগুলো গোপনাঙ্গের চুলকানি দূর করতে সাহায্যে করে। গোপনাঙ্গে ছত্রাক সংক্রমণ হলে অ্যান্টিফাঙ্গাল ক্রিম এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমন হলে অ্যান্টিবায়োটিক ক্রম ব্যাবহার করতে হবে। 

এমত অবস্থায় একজন ডাক্তারের পরামর্শ নেয়া উচিৎ। আপনার ডাক্তারকে সব ধরনের পরামর্শ দিয়ে সসহযোগিতা করতে হবে। যে কোন ধরনের সংক্রমন বোধ হলে ডাক্তার আপনাকে উপযুক্ত ক্রিম লিখে দিবেন।


কর্টিসোন ক্রিম - নাভির নিচের চুল কাটার পর চুলকানি হতে পারে, এক্ষেত্রে কর্টিসোন ক্রিম ভালো কাজ করবে। তাছাড়া এটি একজিমা, ত্বকের এলার্জি ও কিছু ফুসকুড়িতে ভালো কাজ করে।

কিন্তু, এই ক্রিমটি কখনো গোপনাঙ্গের ভিতরে ব্যবহার করা যাবে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url