লাগবে নাকি আমেরিকান মোবাইল নাম্বার ?
সবাই কেমন আছেন ? আশা করি ভালই ।ঈদের উপহার হিসাবে আপনাদের মাঝে নিয়ে এলাম ফ্রি আমেরিকান মোবাইল নাম্বার ।
এখন তিনটি নাম্বার পাবেন যে কোন একটি নিতে পারেন আর এর জন্য ট্রাই লেখায় ক্লিক করুন এবং
কন্টিনিউ তে ক্লিক করুন ।এই বার আপনার কাজ শেষ ।আপনার একাউন্টে একটি
নাম্বার এড হয়ে গেছে ৩ বছরের জন্য ।এখন আপনাকে এই আমেরিকার নাম্বারে কল
করলে আপনার সাথে কথা বলতে পারবে ।কিন্তু আপনি কল পাবেন কিভাবে?
কি কি করা যাবে এই নাম্বার দিয়ে ?
আমেরিকান
মোবাইল নাম্বার দিয়ে আপনারা আমেরিকায় কম মূল্যে কথা ও বিভিন্ন একাউন্ট
ভেরিফাই করার কাজ করতে পারবেন ।শুধু তাই না আপনার এই নাস্বার দিয়ে ফ্রি কল ও
করতে পারবেন ।বিভিন্ন সাইট আমেরিকান মোবাইল নাম্বার ডলারের বিনিময়ে বিক্রি
করে থাকে ।কিন্তু আপনাকে আর নাম্বার কিনতে হবেনা আপনি চাইলে বিনামূল্যে ৩
বছরের জন্য নাম্বার পেতে পারেন ।তাহলে আসুন আসল আলোচনায়….
প্রথমে এই লিংকে গিয়ে একটি ভুল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন এ ক্লিক করুন ।কারন সাইন আপ বাটনটি কাজ করেনা ,বিশ্বাস না করলে ট্রাই করে দেখতে পারেন ।
তারপর এই পেইজটি ইরর দিয়ে আরেকটি পেইজে আপনাকে নিয়ে যাবে দেখবেন
F conncect and google এর যে কোন আইকেন ক্লিক করুন । আমি ফেইসবুক দিয়ে রেজিষ্টেশন করব ।
আর
এইকাজটি করার জন্য আপনাকে শুধু আপনার ফেইসবুক একাউন্ট দিয়ে লগিন করতে হবে
।ঠিক নিচের ছবি গুলোর মত ।তারপর আপনাকে গ্রুবিটেলে এপ্লিকেশনটি এলো করতে
হবে ।
এখন নিচের ছবিটির মত একটি ড্যাশবোর্ড পাবেন ।তারপর try free আইকেন ক্লিক করুন ।
বলছি
টেনশনেরে কিছু নেই ।টপ মেনু তাকিয়ে দেখুন My Number নামে একটি অপশন আছে এই
খানে ক্লিক করুন ।তারপর Change to Number of এ ক্লিক করে দেখুন ।এই পেইজে
আপনি জিটক ইয়াহু হটমেইল বা আপনার মোবাইল নাম্বার এড করার অপশন পাবেন ।আপনি
আপনার মেসেন্জারের আইডি বসিয়ে সাবমিট করুন ।ব্যাস কাজ শেষ ।কেউ আপনাকে কল
করলে আপনি মেসেন্জারের মাধ্যমে কল রিসিভ করতে পারবেন ।আর কেউ জিমেইলে
একাউন্ট খুলতে চাইলেও এই নাম্বার দিয়ে ফোন ভেরিফাই করতে পারবেন ।আর এই
নাম্বার দিয়ে আপনি বছরে ৬০,০০০ মিনিট কথা বলতে পারবেন মানে রিসিভ করতে
পারবেন ।তো ভালো থাকবেন ।