===

African Bou | আফ্রিকান বউ | Jovan | Tanjin Tisha | Bangla New Natok 2022 | Eid Natok

 African Bou | আফ্রিকান বউ | Jovan | Tanjin Tisha | Bangla New Natok 2022 | Eid Natok

 দেবর ভাবীর বিয়ে নাটকটি দ্বিতীয় পর্ব চাই নাটকটি অসাধারণ ভালো লেগেছে পরিচালক মহিন খান ভাই আপনার কাছে অনুরোধ আরেকটি পর্ব বানাবেন আমরা অপেক্ষায় থাকলাম। নাটকটার সঙ্গে বাস্তবতা কিছু কিছু প্রবাসি ভাইদের সঙ্গে অনেকিরে মিল আছে। এইরকম অনেক প্রবাসি আছে জেল খাটছে কেউ অপরাধে কেউবা বিনা কারণে আল্লাহ যেন সকল প্রবাসি ভাই ও বোনকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ যেন সকল প্রবাসির পরিবারকে ভালো রাখেন আমিন। 

বিশেষভাবে অনুরোধ করে বলছি,এই নাটকটির দ্বিতীয় পর্ব অতিশীঘ্রই দেওয়ার জন্য,আশা করি আমাদের অনুরোধ টা বিবেচনায় নিবেন..। এমন হুট করে পরিবারের সিদ্ধান্ত নেওয়া উচিত নই বিদেশ মানে কত বিপদ তা এক আল্লাহ জানে, বড় ছেলে যখন বেঁচে আছে বাকি কাহিনি দিয়ে ২য় পার্ট চাই এই নাটকের মিল হয় নি। 

এক কথায় অসাধারণ ছিল।পরিচালককে অনেক ধন্যবাদ।আমাদের সমাজের মানুষের কটু কথার জন্য অনেক পরিবার ধংস হয়। এক কথায় অসাধারণ হয়েছে এরকম একটা নাটকউপহার দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ জানাচ্ছি আর আরও জানাচ্ছি যে এই নাটকের দ্বিতীয় পাঠ চাই।

নাটকটি এক কথায় অসাধারণ। নাটকে দেবর ভাবি অভিনয় অসাধারণ হয়েছে। কিন্তু তার ভাইয়ের বেছে থাকাটা ভালো হয়নি। পরিচালক ভাইকে অসংখ্য ধন্যবাদ। শেষটা এরকম দেখব ভাবতে পারিনি। এই নাটক টা অনেক ভালো হইছে। কিন্তু যদি এই নাটক টার ২য় পরবো না আসেছে তাহলে এই নাটক টার কোনো মানেই হয় না। তাই খুব তারাতারি এই নাটক টার ২য় পরবো চাই। 

ভাইরে এটা কি দেখাইলা ,,,শেষ আসলে অনেক কস্ট দিছে,,দুইজন ভালবাসা কুরবান আর শেষ মেষ বড় ছেলে জীবিত ,,,আসলে কুনু সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা উচিত এটা মূল বিষয় অনেক সুন্দর হইছে নাটক টা ধন্যবাদ জানাই পরিচালক আর যারা অভিনয় করেছেন তাদের।  বাংলা নাটক অনেক দেখলাম,তবে এমন একটি ভালো কাহিনীর নাটক প্রথম দেখলাম,So nice.নাটক টা একটু দুঃখের তার পরেও অনেক ভালো হয়েছে,।

বাহ কি দুনিয়া। বর মারা গেছে দুই দিন ও হয়নি আরও একটা বিয়ে করে ফেললো। ওর বর এখন বেঁচে থাকলে এবং ফিরে আসলে তো অবাক। বলতো ওমা একি।এ কেমন ভালোবাসা। আসলে এ রসিকতা। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url