===

সত্যকে ঢেকে মিথ্যা শেখানো হচ্ছে আমাদের, সত্য জানুন || ইতিহাসের আসল রুপ|| Behind The History || vol-1

সত্যকে ঢেকে মিথ্যা শেখানো হচ্ছে আমাদের, সত্য জানুন || ইতিহাসের আসল রুপ|| Behind The History || vol-1

সত্যকে ঢেকে মিথ্যা শেখানো হচ্ছে আমাদের, সত্য জানুন || ইতিহাসের আসল রুপ|| Behind The History || vol-1" 

ভাই আমার বাড়ি গোপালগঞ্জ মজিবুর রহমান এর এলাকায় আমাদের এলাকার অনেক মুরুব্বি রা এখনো বলে যে সব কথা তাদের মুখে শুনতে পাই সেই কথাগুলোর সাথে আপনার এই কথাগুলোর অনেকটাই মিল সবশেষে বলবো ভাই আপনার কারণে আজ সঠিক ইতিহাস জানলাম আল্লাহ আপনাকে সবসময় হেফাজতে রাখুক আমিন। 

কথা হচ্ছে ইলিয়াস ভাইয়ের হায়াতের জন্য দোয়া করুন। শরীরে শুধু কলিজা থাকলে এরকম ভিডিও বানানো যায়। ভিডিও টি দেখার সময় সত্যি গা শিউরে উঠেছিল। সত্য চিরন্তন সত্য।

এতো তারাতারি বিয়ের কি দরকার ছিলো। অপেক্ষা করা যেতনা ২-৪বছর?? বিদেশ গেলেতো মানুষ ৩-৪ পরেই আসে। ধুর,, দেখে আরো আফসোছ রয়ে গেলো। অবশ্যই স্যাকেন্ড পার্ট চাই।নাটকের ফিনিশিং চাই। অনেকেই দেখছি সেকেন্ড পার্টের কথা বলছেন। এই নাটকের যে সেকেন্ড পার্ট হয় না সেটা তাদের কে বুঝাবে? জীবনের কিছু গল্প এমন অসমাপ্তই থাকে।

গল্পের সংলাপ গুলো খুব যুক্তি এবং ভালৈা ছিলা। সব মিলিয়ে অনেক ভালো। 2য় পার্ট করে আসবে? সোনালী পাখি,রুপা পাখির কথা মনে পড়ে গেলো,খুব সুন্দর হয়েছে নাটকটা। কথা হচ্ছে ইলিয়াস ভাইয়ের হায়াতের জন্য দোয়া করুন। শরীরে শুধু কলিজা থাকলে এরকম ভিডিও বানানো যায়। ভিডিও টি দেখার সময় সত্যি গা শিউরে উঠেছিল। সত্য চিরন্তন সত্য। 

যদিও পপুলার কোনো নায়ক নায়িকা না তারপরও দারুণ অভিনয় করছেন। সাথে গল্পটাও দারুণ। নাটকটা অনেক ভাল লাগছে কিন্তু নাটকের শেষে পুর্নোতা পাচ্ছে না। দয়া করে আরেকটা পর্ব দিবেন।

অামি কখনো কোনো ভিডিওতে কমেন্ট করি না।কিন্তু অাজকে না করে পারলাম না। নাটকটি সত্যি খুব অসাধারণ এবং বাস্তবভিত্তিক। ভাল লাগছে,, অনেক অনেক,, যারা প্রবাসে থাকে তারা এই নাটক টা দেখে একটু হলেও কাদবে ০৫/০২/২০২২ ইংরেজি। 

পরে কি হবে সে ভেবে অস্থির লাগছে । অনুরোধ করছি দ্বিতীয় পর্ব যেন খুব তাড়াতাড়ি আসে ।কাতার থেকে। ছেলের মৃত্যুর খবর পেলে হাত থেকে মোবাইল পড়ে যায়, এখন তো দেখছি ছেলের জীবিত থাকার কথা শুনে মোবাইল পড়ে গেল। 

এটা নাটক নয় সমাজের ঘটে যাওয়া বাস্তব ঘটনা ধন্যবাদ ২০২২ সালের সেরা নাটক উপহার দেওয়ার জন্য। বিশেষ করে ভাবির অবিনয়টা সেরা হইছে আর লাস্ট এ তার আগের স্বামী বেচে থাকা না দেখালেও পারতে যেহেতু দেখাইছেন সেহেতু ২য় পার্ট চায়। 

ইলিয়াস ভাই আপনাকে কিভাবে ধন্যবাদ জানাব ভাষা খুঁজে পাচ্ছি না, তবে আল্লাহ আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখুন আমিন। মোহাম্মদ ইলিয়াস ভাই আপনার এই কথা বাংলাদেশের সকল মানুষের কানে যেতে পৌঁছায় সত্যের জয় হোক। 

ইলিয়াস ভাই এমন অসাধারণ তথ্য আমাদের অজানা ছিল_নতুন প্রজন্ম অনেক ভুল তথ্য জানে_আপনার এই প্রচেষ্টা সফল হউক_নতুন প্রজন্ম আসল ও সঠিক ইতিহাস জানুক। 

ভাই আমার মনে হয় আপনার বুকের ভিতর পুরাটাই কলিজা । সত্য কোনোদিন চাপা থাকে নাহ, আপনার মতো কনো সৎ সাহসীর মাধ্যমেই সত্য বেরিয়ে আসে। ইতিহাসের পাতা হয়তো ছিড়ে ফেলা যায় কিন্তু মানুষের হৃদয় থেকে কখনো সঠিক ইতিহাস মুছে ফেলা যায় না। ভালোবাসা অবিরাম কলিজার ভাই। অসাধারণ নাটক ছিল ,২য় পার্ট অবশ্যই চাই , অপেক্ষায় রইলাম,২ য় পার্টের জন্য।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url