New Bangla Natok 2022 | Biye Korboi | বিয়ে করবোই | Niloy Alamgir, Heme | Global TV Online
Jannat
30 Aug, 2022
৩০ থেকে ৫০ বছরের একজন পুরুষের চাইতে ১২ থেকে ১৬ বছরের ছেলেরা বেশি বিপদজনক মেয়েদের জন্য। অনেকেই তাদের'কে ছোটোমানুষ বা বাচ্চা বলে ইগনোর করে যায় কিন্তু সেই ছোটোমানুষ বা বাচ্চা'টার মনে কত ভয়ানক ফ্যান্টাসি কাজ করে মেয়েদের নিয়ে সেটা অনেকের ধারনাতেও থাকেনা।
উনি খেয়াল করে দেখলেন ১৩-১৪ বছরের বাচ্চা একটা ছেলে প্রায় প্রতিসপ্তাহেই কন্ডম অর্ডার করে!নবম-দশম শ্রেনীর স্টুডেন্ট যৌন উত্তেজক ঔষধ অর্ডার করে।যেহেতু অনলাইনে অর্ডার করা নিরাপদ কারন তাদেরকে কোথাও যেতে হচ্ছেনা। কি ভয়ানক ব্যাপার এটা ভাবতে পারেন? তারা কি করছে এসব দিয়ে?
গত করোনায় কলবাগানে বন্ধুর বাসায় গিয়ে যে মেয়েটা অসুস্থ হয়ে আনোয়ার খান মর্ডান হাসপাতালে মারা গেলো,পোস্টমর্টেম রিপোর্টে উঠে এলো সেক্স টয় ইউজ করায় অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। অথচ,তাদের বয়সই কত ছিলো!?
কলকাতার গায়ক কবীর সুমন'কে একবার একটা সাক্ষাতকারে জিজ্ঞেস করা হয়েছিলো,সে তার ভার্জিনিটি প্রথম কবে হারিয়েছিলেন। তিনি অকপটে উত্তর দিয়েছিলেন যখন তার বয়স ১২ তখন আপন মাসীর সাথে তিনি তার ভার্জিনিটি হারান। সেই গায়কের বয়স এখন প্রায় ৭৫ বছর।তার মানে আরো ৬৩ বছর আগে ইন্টারনেট,স্মার্টফোন,ফেসবুক,কিছুই যখন ছিলোনা তখনই সে সেক্স করে ফেলেছে তাও মাত্র ১২ বছর বয়সে।ভাবতে পারেন আপনি? আরো ৬৩ বছর আগের ঘটনা এটা তাহলে এখনকার বাচ্চাদের কি অবস্থা?
এখন তো সবকিছু হাতের নাগালে। তাহলে একটা ১২ বছরের ছেলেকে আপনি কিভাবে বাচ্চা ভাবছেন।অনেকেই তাদের ছোটো ভেবে তাদের সামনে কাপড় চেঞ্জ করেন,রাতে একসাথে ঘুমাইতে দেন বয়সে বড় কাজিন,ফুপু,খালা,মামীদের সাথে।তাদের সামনে অনেকেই নিজের কাপড়ের প্রতি খেয়াল রাখেন না।
আমি এই বয়সের বাচ্চাদের ভিলেন বানাতে চাচ্ছিনা।আমি চাচ্ছি তাদের ছোটোমানুষ বা বাচ্চা মানুষ ভাবাটা বন্ধ করুন প্লিজ। ক্লাস ফাইভ পড়ুয়া বাচ্চার গার্লফ্রেন্ড আছে এখন,ফেসবুকে তাদের নিজের আইডি আছে,ইন্সটাগ্রাম চালায় তারা। তাহলে আপনি কিভাবে ভাবেন যে তারা কিছু বুঝেনা বা বুঝার বয়স হয় নাই?
এই বয়সে তাদের ভেতরে যে ফ্যান্টাসি কাজ করে সেখানে খালা-মামী-চাচী বা কোনো সম্পর্ক ম্যাটার করেনা।সম্পর্কের বাধা-নিষেধ বুঝার মতো জ্ঞ্যান তাদের হয়ে উঠেনি।তারা তাদের পাশের মানুষ'টাকে নিয়েই ভাবতে থাকে,মানুষ'টা সম্পর্কে কি হয় সেটা তার জ্ঞ্যানের ভেতরে থাকেনা।তাছাড়া এই বয়সের অনেক বাচ্চাই নিয়মিত পর্ন দেখে। সেখানে দেখানো হয় আপন বোনের সাথেও সেক্স করা যায়। এটা যে ম্যাকি ভিডিও কিংবা স্ক্রিপ্টেড এগুলা বুঝার মতো বয়স বা জ্ঞ্যান তার হয় নাই।সে ধরেই নেয় সবার সাথেই এটা করা যায়।
দয়া করে ভূল বুঝবেন না।আমি আবারো বলছি আমি বাচ্চাদের ভিলেন বানাতে চাইনা কিন্তু ১২-১৬ বছরের এখনকার বাচ্চা'রা মোটেই আর বাচ্চা নাই।তাদের মোবাইল ফোনের সার্চ লিষ্ট কই কই ঘুরে সেই সম্পর্কে কোনো আইডিয়াই নেই।আমি কাউকে দোষারোপ করছিনা।শুধু সচেতন হবার কথা বলছি।বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে।
আপনি যাকে ছোটো ভেবে তার সামনেই খোলাবুকে ঘুরছেন, সে হয়ত আপনাকে নিয়ে ফ্যান্টাসি'তে ভুগছে।আমাদের ধর্মেও বলা হয়েছে বয়স ১২ হলে তার বিছানা আলাদা করে দাও।তার সামনে পর্দা করতেও বলা হয়েছে।১২ বছর হলে তাকে বালেগ ঘোষনা করা হয়েছে। তাহলে আপনি কিভাবে তার সামনে খোলামেলা ভাবে ঘুরছেন?
আশা করি বুঝবেন বিষয়'টা সবাই।
ধন্যবাদ,ধন্যবাদ সবাই'কে।
----𝑹𝒐𝒏𝒚 𝒁𝒂𝒎𝒂𝒏