===

যতই চাপাচাপি কর কোন লাভ নাই | No matter how hard you try, there is no profit

 

ছোটবেলায় টিভিতে বিজ্ঞাপন দেখেছিলাম,
“যতই চাপাচাপি কর কোন লাভ নাই!
অল্প চাপে বেশী পানির জন্য আরএফএল!”
ওই কথাটা হঠাৎ মনে পড়ে গেল! আমার পছন্দ নয় এমন বিষয়ে যদি কেউ কথা বলে সেটা আমার মানতে ভালো লাগেনা! প্রয়োজনে তাকে তার জেন্ডার সম্পর্কে আমি প্রশ্ন করতেও দ্বিধা করি না! কিন্তু মনে রাখবেন...
“যতই কাহিনী করেন না কেন! কোন লাভ নাই! পৃথিবীর বুকে আপনি চান বা না চান, মাসনা সুলাসা রুবায়া কায়েম হবেই!”
হয়তো আপনি যাদের আশপাশে আছেন, তাদের মাধ্যমে বাস্তবায়ন নাও হতে পারে! কিন্তু, আল্লাহতালা যাদের মাধ্যমে চাইবেন তাদের মাধ্যমেই কায়েম হবে! এবং আপনার চোখের সামনে দিয়েই হবে! আপনি কিছুই করতে পারবেন না! যতই আপনার মত আরেক বোন এই বিষয়ের পক্ষে বলে দেখে, আপনি তাকে ফেইক আইডি অথবা তার জেন্ডার নিয়ে প্রশ্ন তোলেন না কেন! আপনার কথা আপনার মুখে থাকবে! তার জেন্ডার তার কাছে থাকবে! আর আপনার চোখের সামনে দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন হবে!
 
মনে নেই? চকিরতলার কুনোব্যাঙ চকিরতলা দেখে মনে করে এত বড় আসমান!! 😱 এরপরেও কি আবার আরও কোনো বড় আসমান থাকতে পারে? 😏😏
😏
আর আমি আল্লাহর নিকট শুকরিয়া করি এইজন্য যে, আল্লাহ তাআলা আপনার মতই জেনারেল শিক্ষায় শিক্ষিত করার পরেও আপনার মত নেড়িবাদী আমাকে বানান নি! আর আপনি থাকুন মিস্টার টু মিনিট দের সাথে... আমি চললাম... 😁
এই কথাগুলো বুঝার জন্য আপনি বেশিদূর দেখার দরকার নাই! আপনার পিছনের জীবনটা দেখুন! আপনি যেরকম চেয়েছিলাম সেরকম কি হতে পেরেছেন? নাকি আল্লাহতালা যেরকম চেয়েছেন সেরকম টা আজকে আপনি হয়েছেন! যদি আপনি এই কথাটার উত্তর বুঝতে পারেন! তাহলে আপনি আমার আগের কথাগুলো বুঝতে পারবেন!
 
অবশেষে আমিও আশাবাদী আপনিও একদিন হয়তো আমার মতই পরিবর্তিত হবেন! কিন্তু তখন হয়তো আর জেন্ডার পরিবর্তন সংক্রান্ত কটাক্ষ শুধরানোর মত সময় পাবেন না! আফসোস থাকবে শুধু!
“না আমি আগে কিছু করতে পেরেছি! না এখন কিছু করতে পারছি! না আগামীতে কিছু করতে পারবো! যা এখন পর্যন্ত হয়েছে, আল্লাহ তালাই করেছেন! এখনো করছেন এবং আগামীতেও তিনিই করবেন! এটা শুধু আমার ক্ষেত্রে নয়... পুরো দুনিয়ার সমস্ত কায়িনাতের ক্ষেত্রে ধ্রুব সত্য! যিনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন! তিনি তত তাড়াতাড়ি লাভবান হবেন! অন্যথায় হয়তো কাল কেয়ামতের ময়দানে অসহায়ের মত হাত কামড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না!
একমাত্র আল্লাহ তালাই সবাইকে বুঝ দাতা এবং তৌফিক দাতা!
You know that? It's sarah. 💪
যেছা নাম! ওয়েছা কাম! Insha Allah.
✍️ Sarah
পৃথিবীতে আল্লাহর আইন ও ইসলামকে যারা চ্যালেঞ্জ জানিয়েছে তারা সবাই ধ্বংস হয়েছে কিন্তু ইসলাম ইসলামের জায়গাতেই ছিল আছে থাকবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url